Bangla News Dunia, দীনেশ :- সিরিয়ায় আসাদ অনুগতদের অতর্কিত আক্রমণে বুধবার অন্তর্বর্তী সরকারের ১৪ জন নিরাপত্তাকর্মীর মৃত্যু হল। অভ্যন্তরীণ মন্ত্রী মহম্মদ আবদেল রহমান বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। মারা গিয়েছেন আসাদ অনুগত তিন সেনাও। মহম্মদ আবদেল রহমান গতকালের ঘটনাকে ‘আসাদ শাসনের অবশিষ্টাংশ’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘দেশের নিরাপত্তা ও নাগরিকদের জীবন বিপন্ন করা, শান্তি প্রক্রিয়ায় আঘাত হানা ও ভবিষ্যৎ অস্থিতিশীল করার চেষ্টা যারা করবে, তাদের শেষ করা হবে।’ মঙ্গলবার থেকেই দু’তরফের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। রাজধানী দামাস্কাসের পাশাপাশি উপকূলীয় শহর তারতুস, হোমসেও সংঘর্ষ চলছে। দামাস্কাসের সেদনায়া কারাগারে বন্দি নির্যাতনের ঘটনায় জড়িত পূর্বতন সরকারের এক কর্মকর্তাকে গ্রেপ্তারের লক্ষ্য নিয়ে তারতুসে অভিযান চালানো হয়। তাতেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুর হয়। এই বক্তব্য অন্তর্বর্তী সরকারের।
আরো পড়ুন :- ফোন ধরলেই সর্বনাশ ! এই নম্বরগুলি থেকে কল আসলে ভুলেও তুলবেন না