Bangla News Dunia , Rajib : কিছুদিন আগে দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছিল ডাউন সেকেন্দ্রাবাদ-শালিমার সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস। যার ফলে ৩ টি বগি লাইনের থেকে ছিটকে বেরিয়ে যায়। সৌভাগ্যবশত কারোর কোনো ক্ষতি না হওয়ায় খানিকটা স্বস্তি পেয়েছিল সরকার। কিন্তু বারংবার এই রেল দুর্ঘটনায় জনগণের প্রশ্নের মুখে পড়েছে রেল। আর এই আবহে রেশ কাটতে না কাটতেই ফের আরও একবার খবরের শিরোনামে উঠে এল ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা।
কী হয়েছে?
সূত্রের খবর, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে দক্ষিণ মধ্য রেলওয়ে পেদ্দাপালি জেলার রাঘবপুর স্টেশনের কাছে একটি পণ্য ট্রেন লাইনচ্যুত হয়েছে। যার ফলে যাত্রী পরিষেবাগুলিতে পরিবর্তন নিয়ে আশায় ঝঞ্ঝাট মুখে পড়তে হয়েছে। তাই সারা দেশে অনেক ট্রেনের আংশিক বাতিল এবং ডাইভারশন ঘোষণা করা হয়েছে দক্ষিণ মধ্য রেলওয়ের তরফ থেকে।
আরো পড়ুন :- পাহাড়ে কর্মসংস্থানে জোর, ৪টি ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
আরো পড়ুন :- দুঃসংবাদ রাসেলকে নিয়ে, চিন্তায় KKR
দক্ষিণ মধ্য রেলওয়ের অফিসিয়াল রিলিজ
লাইনচ্যুত হওয়ার ফলে, দক্ষিণ মধ্য রেলওয়ের কর্মকর্তারা আজ অর্থাৎ বুধবার সকালে একটি অফিসিয়াল রিলিজের মাধ্যমে জানিয়েছে যে লাইনচ্যুত হওয়ার ফলে মোট ২০ টি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে, পাশাপাশি ৪ টি ট্রেন আংশিকভাবে বাতিল করেছে এবং ১০ টি বিকল্প রুটে ট্রেনগুলিকে ডাইভার্ট করা হয়েছে। শুধু তাই নয় অতিরিক্তভাবে, দুটি যাত্রীবাহী ট্রেনের সময়সূচী পুনঃনির্ধারণ করা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক বাতিল হওয়া ট্রেনের তালিকাগুলি।
ট্রেন বাতিলের তালিকা
যে সকল ট্রেনগুলি বাতিল হতে চলেছে সেগুলি হল ০৬২২৯ যশবন্তপুর – মুজাফফরপুর, ১৭৬৬১ কাচেগুড়া – নগরসোল, ০৭৭৯৩ কাচেগুড়া – করিমনগর, ০৭৭৯৪ করিমনগর – কাচেগুড়া, ০৭৬৯৫ সেকান্দরাবাদ – রামেশ্বরম, ০৭৬৯৬ রামেশ্বরম – সেকেন্দ্রাবাদ, ০৭০৪১ সেকেন্দ্রাবাদ – তিরুপতি, ০৭০৪২ তিরুপতি – সেকেন্দ্রাবাদ, ০৭৭৭৫ আদিলাবাদ – পার্লি, ০৭৮৫২ পার্লি – আদিলাবাদ, ০৭৮৫৫ আকোলা – পূর্ণা, ০৭৭৭৩ পূর্ণা – আকোলা, ১৭৪৯০ আদিলাবাদ – নান্দেদ, ১৭৪১০ নান্দেদ – আদিলাবাদ, ০৭৫৯৫ নিজাম খারাপ – কাচেগুড়া, ০৭৪৭৭ কাচেগুড়া – রাইচুর, ০৭৪৭৮ রাইচুর – কাচেগুড়া, ০৭৬৭১ গুন্তকাল – বোধন, ০৭২৭৫ বোধন – কাচেগুড়া, ০৭৬৭০ কাচেগুড়া–গুন্টকাল
#END