Bangla News Dunia, দীনেশ :- ফের শীতের পথে বাধা হতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। যদিও এই সপ্তাহের শেষে রাজ্যে শীতের দাপট বাড়বে। উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার দাপটেই রাতের পারদ নামতে পারে দক্ষিণবঙ্গে। আগামী তিন দিনে তাপমাত্রা এক ধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি কমে যেতে পারে। কিন্তু আগামী সপ্তাহে বাড়তে পারে তাপমাত্রা (Weather Update)। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার, ৭ ডিসেম্বর। ফলে বাধা পাবে শীত। তাই আগামী সপ্তাহের শুরুর দু-তিন দিন ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন :- ভারত-চিন সীমান্তের পরিস্থিতি এখন কী অবস্থায়? লোকসভায় জানালেন বিদেশমন্ত্রী
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। শুক্র ও শনিবার দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে পরপর তিনদিন দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু জায়গাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলতে পারে। মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পংয়ের পাশাপাশি উত্তর দিনাজপুর ও মালদা জেলাতেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে।
আরো পড়ুন :- এ দেশে রাস্তায় গাড়ি থামালে বিপদ, হবে বিপুল অঙ্কের জরিমানা, জানুন আজব আইন সম্পর্কে
অন্যদিকে দক্ষিণবঙ্গের (South Bengal) কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র শুষ্কই থাকবে আবহাওয়া। তবে উপকূল সংলগ্ন কিছু জেলায় আকাশ আংশিক মেঘে ঢাকতে পারে। সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা দেখা যাবে। শুক্রবার হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকতে পারে পুরুলিয়া, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকা। শনিবার মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বীরভূম জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে।
আরো পড়ুন :- সংসদে মোদী সরকারের পাশে দাঁড়াল তৃণমূল !