Bangla News Dunia, দীনেশ : ভারত থেকে ফের ৫০ হাজার টন সেদ্ধ চাল আমদানি (import 50,000 tons of rice from India) করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার (Interim Government of Bangladesh)। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই খবর জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এদিন আমদানি সংক্রান্ত বিষয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির। সেই বৈঠকেই ভারত থেকে চাল ও যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদিত হয়।
আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও
রাষ্ট্রের প্রয়োজনে ও জনস্বার্থে ২০২৪-২৫ অর্থবর্ষে ভারত থেকে ৬ লাখ টন চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। তার পরিপ্রেক্ষিতে ৫০ হাজার টন নন-বাসমতী সেদ্ধ চাল আমদানির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত প্রস্তাব আহ্বান করা হলে জমা পড়ে ৬টি দরপত্র। জানা গেছে, সর্বনিম্ন দর প্রস্তাবকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ পায় ভারতের একটি চাল রপ্তানিকারক সংস্থা। সেই সংস্থা বাংলাদেশকে প্রতি টন ৪৫৮.৮৪ মার্কিন ডলার দরে মোট ৫০ হাজার টন চাল রপ্তানি করতে রাজি হয়। এই চাল আমদানি করতে বাংলাদেশের খরচ হবে ২ কোটি ২৯ লাখ ৪২ হাজার ডলার।
আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….
এদিকে চলতি বছরের ৩১ জানুয়ারির মধ্যে এক কার্গো এলএনজি আমদানি করা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। এক কার্গো সমান ৩৩ লাখ ৬০ হাজার মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি। প্রতি এমএমবিটিইউ ১৫ দশমিক ৬৯ মার্কিন ডলার হিসেবে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় করবে বাংলাদেশ। খরচ হবে ভারতীয় মুদ্রায় প্রায় ৭০০ কোটি টাকা। দুই মাস আগের তুলনায় আজ অনুমোদিত প্রস্তাবে প্রতি এমএমবিটিইউ এলএনজি আমদানিতে আড়াই ডলার করে বেশি দাম পড়ছে।
আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025