ফেসবুক পোস্ট ঘিরে উত্তপ্ত চট্টগ্রাম, হিন্দুদের আক্রমণ করেছে সেনা, দাবি তসলিমার

By Bangla News Dunia Rajib

Published on:

SACAS

Bangla News Dunia , Rajib : ইসকনকে নিয়ে ফেসবুকে একটি পোস্টকে ঘিরে উত্তপ্ত চট্টগ্রাম। ওই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রামের হাজারি গলি এলাকায় সেনা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। তাদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনায় অন্তত ১২জন পুলিশ এবং সেনা আহত হয়েছেন বলে দাবি পুলিশের। সেনাবাহিনীর গাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এরপরেই সেখানকার হিন্দুদের আক্রমণ করে সেনা, অভিযোগ লেখিকা তসলিমা নাসরিনের। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো পোস্ট দিয়ে এই দাবি করেছেন তিনি।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ইসকনের এক সন্ন্যাসীকে। এই গ্রেপ্তার এবং তাঁর বিরুদ্ধে মামলা করার প্রতিবাদ জানিয়ে মিছিলও করেছে বাংলাদেশের একাধিক হিন্দু সংগঠন। এ বার সেখানে ইসকনকে নিয়ে একটি আপত্তিকর পোস্ট করা হয় ফেসবুকে। ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে ওই পোস্ট করেন মহম্মদ ওসমান নাম এক ব্যক্তি।

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন