Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দুর্গা পুজোর আগে ভাগীরথীর উপরে তৈরি নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর মাঝামাঝি অংশের দু’টি স্ল্যাবের সংযোগস্থলে প্লেট সরে বিপত্তি ঘটে। সেতুর একটা অংশ ওঠানামা করতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। তার পরেই যুদ্ধকালীন তৎপরতায় রাজ্য প্রশাসনের তরফে সেতুটি সংস্কার করা হয়েছে।
তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই সংক্রান্ত একটি ছবি। যেখানে নদীর উপরে একটি ভেঙে পড়া সেতুকে দেখা যাচ্ছে। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছ, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন রাজ্য সরকারের আমলে কাটমানি নেওয়ার কারণে পশ্চিমবঙ্গে তৈরি উক্ত সেতুটি ভেঙে পড়েছে।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ছবিটি পোস্ট করে লিখেছেন, “এটাই পশ্চিমবঙ্গের অবস্থা। মমতা সরকারের আমলে কাটমানি খাওয়ার পরে তৈরি ব্রিজ।” (সব বানান অপরিবর্তিত।)
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, নদীর উপরে ভেঙে পড়া সেতুটির সঙ্গে পশ্চিমবঙ্গের কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২৩ সালের ৪ জুন বিহারের আগুয়ানি-সুলতানগঞ্জ সেতু ভেঙে পড়ার দৃশ্য।
কীভাবে জানা গেল সত্য?
প্রথমত, সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গে কোনও সেতু ভেঙে পড়লে সেই খবর অবশ্যই সংবাদমাধ্যমে প্রকাশিত হত। তাই ভাইরাল দাবির সত্যতা জানতে আমরা এই সংক্রান্ত একাধিক কিওয়ার্ড সার্চ করি। কিন্তু সেই সার্চে এমন কোনও নির্ভরযোগ্য তথ্য বা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি যা থেকে এই দাবির সত্যতা প্রমাণ হয়। যা থেকে অনুমান করা যায় যে ছবিটি পশ্চিমবঙ্গের না হয়ে অন্য কোনও স্থানের হতে পারে।
এরপর ছবিটির আসল উৎস খুঁজে পেতে সেটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৩ সালের ৫ জুন এই একই ছবি-সহ The Statesman-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। যেখানে উল্লেখ করা হয়েছে, “রবিবার সন্ধ্যায় বিহারের খাগরিয়া জেলায় গঙ্গা নদীর উপর ভেঙে পড়ল নির্মীয়মাণ আগুয়ানিঘাট- সুলতানগঞ্জ সেতুর একাংশ। ৩.১৭ কিমি সেতুটি খাগরিয়া জেলার সঙ্গে ভাগলপুর জেলাকে জুড়বে। গত ১৪ মাসে দ্বিতীয়বার ভেঙে পড়েছে সেতুটি।”
এরপর এই সংক্রান্ত পরবর্তী সার্চে ২০২৩ সালের ৫ জুন আনন্দবাজার পত্রিকা অনলাইনেও এই একই ছবি-সহ একটি প্রতিবেদন পাওয়া যায়। যেখানে লেখা হয়েছে, “১৭১৭ কোটির নির্মাণ! বিহারের সেতু তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল এক বছর আগেও ভাগলপুরের আগুওয়ানি-সুলতানগঞ্জ গঙ্গা সেতু রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ ভেঙে পড়ে। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন অনেকে। ভিডিয়োতে দেখা গিয়েছে সেতুটি কী ভাবে নিমেষে গঙ্গার জলে মিশে গিয়েছে।”
এরপর ২০২৩ সালের ৪ জুন সংবাদ সংস্থা ANI-এর অফিশিয়াল এক্স হ্যান্ডেলে আগুয়ানিঘাট- সুলতানগঞ্জ সেতুটি ভেঙে পড়ার একটি ভিডিও পাওয়া যায়। সেখেনে ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, “বিহারের ভাগলপুরে নির্মাণাধীন আগুয়ানি-সুলতানগঞ্জ সেতু ভেঙে পড়েছে। সেতুটি ভেঙে পড়ার মুহূর্তটি ভিডিওতে ধারণ করেছে স্থানীয়রা। এই নিয়ে দ্বিতীয়বার ভেঙে পড়ল সেতুটি।”
https://twitter.com/ANI/status/1665360733234659328?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1665360733234659328%7Ctwgr%5Ed073f3d78e3410d64fae9773d746275b7d528517%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.aajtak.in%2Ffact-check%2Fstory%2Findia-today-fact-check-an-old-picture-from-bihar-falsely-shared-as-a-bridge-collapse-in-west-bengal-1111987-2024-10-28
এর থেকে প্রমাণ হয় যে মমতা সরকারের আমলে তৈরি পশ্চিমবঙ্গে সেতু ভেঙে পড়ার দৃশ্য দবি করে বিহারের ছবি ভাইরাল করা হচ্ছে।
আরো পড়ুন:- মাধ্যমিক পাশে রেলে লাখ লাখ কর্মী নিয়োগ। গ্রুপ ডি পদে চাকরি। জেনে নিন আবেদন পদ্ধতি
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
https://twitter.com/daily_khabor/status/1850428105825157497
https://twitter.com/daily_khabor/status/1850428490967093366
https://twitter.com/daily_khabor/status/1850428720240382183
https://twitter.com/kaushik94544429/status/1840973631305699595
আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন
আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস
আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি