ফ্রড কল ও ফেক মেসেজের অভিযোগ জানান এই অ্যাপের মাধ্যমে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রতারণার উদ্দেশ্যে করা কল ও মেসেজের সম্পর্কে অভিযোগ জানাতে শুক্রবার কেন্দ্রীয় টেলিকম দপ্তর ‘সঞ্চার সাথী মোবাইল অ্যাপ’ চালু করল। মোবাইল ফোনের কল লগ থেকেই সরাসরি এই অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানো যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

এ দিন টেলিকম দপ্তরের আরও দুটি উদ্যোগ— ‘ভিশন ফর ন্যাশনাল ব্রডব্যান্ড মিশন ২.০ এবং ‘ডিজিটাল ভারত নিধি’ তহবিলে তৈরি ফোর–জি সাইটগুলিতে ইন্ট্রা সার্কেল রোমিংও চালু করেছেন মন্ত্রী। মোবাইলে আসা প্রতারণামূ‍লক কলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২০২৩ সালে টেলিকম দপ্তর ‘সঞ্চার সাথী পোর্টাল’ চালু করে।

আরও পড়ুন:– রায়দানের পর কী প্রতিক্রিয়া সিপিএম, বিজেপির?

নতুন ‘সঞ্চার সাথী মোবাইল অ্যাপ’ অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে মিলবে। ব্যবহারকারীরা এই অ্যাপ ডাউনলোড করলে তাঁরা ফোনের লগ থেকেই সরাসরি সন্দেহজনক কল ও এসএমএসের ব্যাপারে অভিযোগ জানাতে পারবেন। অ্যাপের অন্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ব্লকিং, চুরি বা খোয়া যাওয়া ট্রেসিং ও খুঁজে পাওয়া এবং মোবাইল হ্যান্ডসেট যাচাই করার ব্যবস্থা যাতে ব্যবহারকারীরা আসল ডিভাইস কিনতে পারেন।

এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতে ৯০ কোটির বেশি স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে। সঞ্চার সাথী মোবাইল অ্যাপের উদ্দেশ্য প্রত্যেকে যাতে তাঁদের স্মার্টফোনে কয়েকটি মাত্র স্পর্শে এই সমস্ত গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি পেতে পারেন।’ ন্যাশনাল ব্রডব্যান্ড মিশন ২.০–র লক্ষ্য, প্রত্যেকের জন্য হাই–স্পিড ব্রডব্যান্ড সংযোগ নিশ্চিত করা।

এই প্রকল্পে ২০৩০ সালের মধ্যে ২.২০ লক্ষ গ্রামে অপটিক্যাল ফাইবার কেবল সংযোগ স্থাপন করা হবে। সিন্ধিয়া বলেন, ‘আমাদের লক্ষ্য গ্রামে প্রতি ১০০ পরিবার পিছু কমপক্ষে ৬০টি পরিবারের কাছে ব্রডব্যান্ড সংযোগ পৌঁছ দেওয়া। আমরা ন্যূনতম ১০০ এমবিপিএস ডাউনলোড স্পিড দিতে চাই এবং এ জন্য ভারতের গ্রামগুলিতে শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো তৈরি করা হবে।’

আরও পড়ুন:– সইফের ওপর রাগ না অভিমান ? হাসপাতালে দেখা গেল না কেন প্রাক্তন স্ত্রী অমৃতাকে ?

আরও পড়ুন:– সরকারি চাকরি বাগিয়েছিল পাকিস্তানি যুবতী, ১০ বছর পর কিভাবে ধরা পড়ল ? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন