বই দিয়েই সাজানো সরস্বতী পুজোর মণ্ডপ, অভিনব বার্তা মেদিনীপুরের স্কুল-কলেজে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের কাছে মোবাইল ফোন এখন ধ্যান-জ্ঞান। পরিস্থিতি এমন তৈরি হয়েছে যেন এক মুহুর্ত মোবাইল ফোন ছাড়া থাকা সম্ভব নয়। এই প্রজন্মের ছেলেমেয়েদের বইকে সঙ্গী করতে অভিনব উদ্যোগ পূর্ব মেদিনীপুরের হলদিয়া মহকুমার মহিষাদল ব্লকের স্কুল-কলেজের পড়ুয়াদের।

মহিষাদল রাজ কলেজ থিম ‘বইয়ের দেশ’। পড়ুয়ারা প্রচীনকালে ব্যবহৃত বেশকিছু বই, কালির কলম দিয়ে গড়ে তুলেছে সরস্বতী পুজোর মণ্ডপ।

অধ্যক্ষ গৌতম মাইতি বলেন, ‘বইয়ের বিকল্প হতে পারে না। বই সারা জীবনের সঙ্গী। তবে বর্তমানে ডিজিটাল দুনিয়ার যুগে বই যেন ব্রাত্য হয়ে উঠেছে। বই পড়ার আগ্রহ কমেছে। সেই আগ্রহ বাড়াতে ছাত্রছাত্রীদের মধ্যে সেই বার্তা তুলে ধরতে এই থিম।’

আরও পড়ুন:– BECIL-এ ৯ ধরনের পদে লোক নেওয়া হচ্ছে, শুরুতেই বেতন ১৮,৯৯৩ টাকা, এখনই আবেদন করুন

পাশাপাশি, মহিষাদল গয়েশ্বরী গার্লস হাইস্কুলের ছাত্রীরা বই ও ডিজিটাল পরিষেবার গুরুত্ব ফুটিয়ে তুলেছে তাদের পুজোর থিমে।

স্কুলের প্রধান শিক্ষিকা পারমিতা গিরি বাগ বলেন, ‘বর্তমান সময়ে ডিজিটালের প্রয়োজন থাকলেও বই ব্রাত্য হতে পারে না। তাই ডিজিটালের পাশাপাশি ছাত্রীদের সামনে বইয়ের গুরুত্ব তুলে ধরতেই আমাদের এই পরিকল্পনা। ছাত্রী ও স্কুলের শিক্ষিকারাই নিজেরাই ঠিক করেছেন এই থিম।

মহিষাদল গয়েশ্বরী গার্লস হাইস্কুলের ছাত্রী দেবাঞ্জনা, শ্রাবন্তীদের কথায়, সরস্বতী পুজোয় মণ্ডপ সজ্জা থেকে শুরু করে স্কুল সাজানোর মজাটাই আলাদা। নিজেদের হাতে তা করতে পেরে তারা বেজায় খুশি।

পাশাপাশি, মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের আদলে সরস্বতী পুজোর মণ্ডপ তৌরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের পাটনা বাজারের ‘স্টুডেন্টস ক্লাব’-এর ৫৭তম বর্ষের পুজোয়। প্রায় ৮ লক্ষ টাকা খরচ করে ফুটিয়ে তোলা হয়েছে মহাভারতের যুদ্ধ। সেখানে দেখানো হয়েছে কৌরব-পাণ্ডবদের লড়াই।

আরও পড়ুন:– কী ভাবে ব্যবহার করবেন ভারতীয় রেলের ‘বুক নাউ পে লেটার’ সুবিধা? জানুন এক ক্লিকেই

আরও পড়ুন:– ‘গুলির আঘাতে ব্যান্ডেড’, কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ বিরোধী দলনেতা রাহুলের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন