বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের ইঙ্গিত ! জানুন কি বলছে হাওয়া অফিস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

bay-of-bengal-cyclonic-circulation

Bangla News Dunia , Pallab : ক্রমশ জোরালো হচ্ছে শীতকালীন কার্যকলাপ। দেশের বেশ কিছু রাজ্যে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি বজ্রপাত চললেও এবার আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল IMD। ভারতীয় আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস বলছে, ফের আসছে ভারী বৃষ্টির দুর্যোগ। নভেম্বর মাসে ঝোড়ো কার্যকলাপ ক্রমশ শীর্ষে পৌঁছয়। যদিও এবার তা একরকম সুপ্তই। এই মৌসুমে একমাত্র বর্ষা-পরবর্তী ঝড় ছিল ‘দানা’।

২০২৪ এর অক্টোবরে তীব্র ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়েছিল এই ঘূর্ণিঝড়টি। ২২ এবং ২৬ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরের উপরে একটি ক্যাট-1 সমতুল্য তীব্র ঘূর্ণিঝড় হিসেবে ল্যান্ডফল হয় দানার। চলতি বছরের ২৪ এবং ২৫ অক্টোবর মাঝরাতে ধামরা বন্দরের কাছে ওড়িশা উপকূল অতিক্রম করেছিল ঘূর্ণিঝড়টি৷ বঙ্গোপসাগরে আরও একটি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের ইঙ্গিত মিলেছে। জানাচ্ছে আইএমডি। তবে আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী ভারতীয় উপকূলরেখার উপর ট্র্যাক এবং প্রভাবের দিক থেকে সম্পূর্ণ আলাদা হবে আসন্ন এই ঘূর্ণিঝড়টি৷ তার নাম হবে ফেঞ্জেল।

আরো পড়ুন :- পুরুষের মধ্যে বাড়ছে যৌন_সমস্যা ! জানুন বিভিন্ন কারণ সহ প্রতিকার

পূর্বাভাস বলছে, ২১ নভেম্বর ২০২৪-এ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণে আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সঞ্চালনের সম্ভাবনা৷ ২২ এবং ২৩ নভেম্বরের মধ্যে আরও প্রকট হতে পারে এই ঘূর্ণাবর্ত। ২৩শে নভেম্বর নাগাদ এই অঞ্চলের উপর একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে। ২৩ নভেম্বরের মধ্যে নিম্নচাপটি সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনুমান করেছে আইএমডি।

নিম্নচাপটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে, তারপরে এটি আরও শক্তিশালী হবে এবং ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। IMD ইঙ্গিত দিয়েছে এই সিস্টেমটি অবশেষে ২৬ এবং ২৭ নভেম্বর শ্রীলঙ্কার উত্তরে ল্যান্ডফল করবে। #End

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন