বঙ্গোপসাগরে ফের তৈরি হল নিম্নচাপ, তুমুল বৃষ্টির সতর্কতা IMD-র

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , Pallab : ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ আসতেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে বাংলায়। কলকাতা শহরেই তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে আর গ্রামে কোথাও ১২ তো কোথাও ১০ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। তবে এরই মাঝে নয়া সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। কনকনে শীতের সাথে দোসর হতে চলেছে বৃষ্টি। কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

কনকনে শীতের মাঝে বৃষ্টির সতর্কতা

আবহাওয়া দফতরের তরফ থেকে আগেই জানানো হয়েছে আগামী ৪ – ৫ দিন তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। যেমন জাঁকিয়ে ঠান্ডা পড়বে তেমনি বাড়বে কুয়াশার পরিমাণ। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাদ যাচ্ছে না দক্ষিণবঙ্গও, তাই  শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি হল দক্ষিণের একাধিক জেলায়।

বঙ্গোপসাগরে তৈরী ঘূর্ণাবর্ত

যেমনটা জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরী হয়েছে যেটা পশ্চিম ও উত্তর-পশ্চিম থেকে স্থলভাগের দিকে এগিয়ে আসছে। এদিকে উত্তরব ভারতে জেড স্ট্রিম উইন্ড ও আসামেও ঘূর্ণাবর্ত তৈরী হয়েছে। সব মিইয়ে তামিলনাড়ু, পুদুচেরি থেকে কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে IMD।

আরো পড়ুন:- খাচ্ছি খাবার, গিলছি ‘বিষ’! শহরের খাবারের পুর–রিপোর্ট, কি জানা গেলো? 

দক্ষিণবঙ্গে জারি শৈত্যপ্রবাহের সতর্কবার্তা

গতকাল পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান থেকে শুরু করে পুরুলিয়া ও বীরভূম জেলায়  শৈত্যপ্রবাহ দেখা গিয়েছিল। আর আজ ও কাল অর্থাৎ শনি ও রবিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া জেলায় শৈত্যপ্রবাহ বজায় থাকবে বলে জানাচ্ছে মৌসম ভবন। একইসাথে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়বে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া সহ পুরুলিয়া।

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণের থেকেও উত্তরে ঠান্ডার পরিমাণ বাড়বে। আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ – ৪ ডিগ্রি নিচে থাকবে বলেই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। ঘন কুয়াশায় ঢাকবে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং থেকে জলপাইগুড়ি। #End

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন