বছরের শুরুতেই বিস্ময়, চোখ জুড়োনো উল্কা বৃষ্টি দেখতে নজর রাখুন রাতের আকাশে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বছরের শুরুতেই রাতের আকাশে বিস্ময়। অবাক করে দেওয়া উল্কা বৃষ্টি দেখতে তৈরি বিশ্ববাসী। তৈরি ভারতীয়রাও। এ উল্কা বৃষ্টি দেখার জন্য সবচেয়ে ভাল হল খোলা প্রান্তর। উল্কা বৃষ্টি হবে ১৬ জানুয়ারি পর্যন্ত। তবে সবচেয়ে বেশি উল্কাপাত হবে ৩ ও ৪ জানুয়ারি।

রাত নামলেই দেখা যাবে এই বিরল দৃশ্য। যদি কেউ শহরে বসবাস করেন তাহলে তাঁকে এমন জায়গায় পৌঁছতে হবে যেখানে অন্য কোনও আলো বা রাস্তার আলো চোখে পড়বে না। দেখার জন্য যেটা করতে হবে সেটা খুব সহজ কাজ।

ফাঁকা জায়গায় বা উঁচু ছাদের ওপর সবচেয়ে ভাল হয় শুয়ে পড়তে পারলে। শুতে হবে এমনভাবে যে পা থাকবে উত্তর পূর্ব দিকে। এবার অন্ধকার আকাশের দিকে তাকাতে হবে। অবশ্যই আকাশকে মেঘমুক্ত থাকতে হবে।

আরও পড়ুন:– কোনও ব্যক্তি সর্বোচ্চ ক’টি ফিক্সড ডিপোজ়িট খুলতে পারেন? কী বলছে নিয়ম? জেনে নিন

এবার আকাশের দিকে চেয়ে থাকতে হবে। কিছুক্ষণের মধ্যেই ক্রমে নজর কাড়তে শুরু করবে উল্কাপাত। এই উল্কাপাতকে বলা হচ্ছে চতুষ্কোণ উল্কাপাত। যা ভারতের সব প্রান্ত থেকেই দেখা যাবে।

৩ জানুয়ারি সন্ধে সাড়ে ৮টা থেকে শুরু করে তা ৪ জানুয়ারি ভোরবেলা পর্যন্ত নজর কাড়বে। এই ২ দিনে সবচেয়ে বেশি উল্কাপাত হবে। তারপরেও হবে। তবে উল্কাপাতের সংখ্যাটা কমে আসবে। এভাবে ১৬ জানুয়ারি পর্যন্ত উল্কাপাত দেখতে পাওয়া যাবে।

এখানে বলে রাখা ভাল যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় এই কক্ষপথে অনেক সময় কাছাকাছি অনেক ধূমকেতু ও গ্রহাণু এসে পড়ে। এই উল্কাগুলি যেগুলি দেখা যেতে চলেছে তা এক গ্রহাণুর জঞ্জাল। মানে গ্রহাণুরই ভেঙে যাওয়া ছোট ছোট টুকরো। যা উল্কাপাতের মাধ্যমে রাতের আকাশের রূপই অপরূপ করে তোলে।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

 

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন