বছরের শেষ ২দিনেও IPO-র ‘রাজ’ চলবে দেশের শেয়ার বাজারে, জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

ipo

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ২০২৪ সাল জুড়েই আইপিও-র রমরমা। ছোট, বড়, মাঝারি- সব সেগমেন্টেরই একাধিক সংস্থা প্রাইমারি মার্কেটে আইপিও এনে শেয়ার বাজারে নাম লিখিয়েছে। বাজার থেকে তুলেছে বড় অঙ্কের মূলধন। গত বছরের তুলনায় এ বছর আড়াই গুণ বেশি অঙ্কের লেনদেন হয়েছে আইপিও-র মাধ্যমে। ডিসেম্বর মাসের শেষ দু’দিনেও বাজারে আইপিও আসা বজায় থাকল। এ সপ্তাহেও দু’টি আইপিও আসছে বাজারে। এর পাশাপাশি ছ’টি আইপিও-র লিস্টিং হবে স্টক মার্কেটে।

ইন্দো ফার্ম ইক্যুইপমেন্ট আইপিও: ২৬০ কোটি টাকার আইপিও আনবে এই সংস্থা। ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে সাবস্ক্রিপশন শুরু হয়ে চলবে ২০২৫ সালের ২ জানুয়ারি পর্যন্ত। অ্যাঙ্কর ইনভেস্টররা ৩০ ডিসেম্বর, সোমবার এই আইপিও-র জন্য আবেদন করতে পারবেন। ইন্দো ফার্ম ইক্যুইপমেন্ট ৮৬ লক্ষ ইক্যুইটি শেয়ার ফ্রেশ ইস্যু করবে। এবং ৩৫ লক্ষ শেয়ার অফার ফর সেলের মাধ্যমে দেবে। এর মাধ্যমে যে টাকা উঠে আসবে, তা দিয়ে নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরির করবে। ট্রাক্টর, ক্রেন, কৃষিকাজের বিভিন্ন সরঞ্জাম তৈরি করে এই সংস্থা। এই সমস্ত যন্ত্রের স্পেয়ার পার্টসও তৈরি করে। এগ্রিকালচারের পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল, হেভি ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন ক্ষেত্রেও উপস্থিতি রয়েছে এই সংস্থার।

আরো পড়ুন: 3 বছর বয়সে মুখস্থ 100 দেশের নাম, বিরল প্রতিভাকে স্বীকৃতি ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডসের

টেকনিকেম অর্গানিক আইপিও: প্রচুর রকমের রাসায়নিক তৈরি করে এই সংস্থা। বিভিন্ন ফিল্ডের কাজে তা ব্যবহত হয়। স্মল মিডিয়াম সেগমেন্টের এই আইপিও-র সাবস্ক্রিপশন চলবে ৩১ জানুয়ারি থেকে ২ জানুয়ারি পর্যন্ত। এর প্রতি ইক্যুইটির প্রাইস ব্যান্ড ৫২ থেকে ৫৫ টাকা। ২ হাজার ইক্যুইটি শেয়ারের বান্ডিল কিনতে হবে। ৪৫ লক্ষ ৯০ হাজার ইক্যুইটি শেয়ার বাজারে ছাড়বে এই সংস্থা। এর মাধ্যমে ২৫ কোটি ২৫ লক্ষ টাকা তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে। তবে অফার ফর সেলের জন্য কোনও ইক্যুইটি এ ক্ষেত্রে নেই। সমস্ত শেয়ারই ফ্রেস ইস্যু করা হবে।

এই দুই নতুন আইপিও ছাড়াও আরও বেশ কয়েকটি আইপিও সংক্রান্ত কারবার চলবে বাজারে। অন্য পলিটেক অ্যান্ড ফার্টিলাইজ়ার লিমিটেডের আইপিও-র সাবস্ক্রিপশন ২৬ ডিসেম্বর শুরু হয়েছে। সোমবার তা শেষ হবে। এর প্রতি শেয়ারের প্রাইস ব্যান্ড ১৩ থেকে ১৪ টাকা।  সিটিকেম ইন্ডিয়া লিমিটেডের আইপিও-র সাবস্ক্রিপশন ২৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। সোমবার ও মঙ্গলবার তা চলবে। এই সংস্থার প্রতি শেয়ারের দাম ৭০ টাকা।

এ ছাড়া বেশ কয়েকটি সংস্থার আইপিও-র লিস্টিং রয়েছে ২০২৪ সালের শেষ দুই দিনে। এই সব আইপিও-র শেয়ার অ্যালটমেন্ট পর্ব মিটে গিয়েছে। ৩০ ডিসেম্বর লিস্টিং হবে ভেনটিভ হাসপিটালিটি, সেনোরেস ফার্মাসিটিউক্যালস, কাররারো ইন্ডিয়ার। ইউনিমেক অ্যারোস্পেস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং-এর লিস্টিং হবে বছরের শেষ দিনে।

(বাংলা নিউস দুনিয়া অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষাসংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরো পড়ুন: PAN 2.0 এবং PAN Card এর মধ্যে আসল পার্থক্য কোথায়? 90% মানুষ জানেন না! বিপদে পড়ার আগে জেনে নিন

আরো পড়ুন:– মহারাষ্ট্র ATS-এর হাতে পাকড়াও ১৩ বাংলাদেশি, কেন ভারতে ঢুকেছিল তারা? জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন