Bangla News Dunia, Pallab : আগেই খবর মিলেছিল যে নতুন শিক্ষাবর্ষ থেকে বেশ কিছু বদল আসতে চলেছে। একদিকে যেমন পাশ ফেল সিস্টেম পুনরায় চালু হচ্ছে তেমনি উচ্চশিক্ষার ক্ষেত্রেও সিলেবাস থেকে পরীক্ষার পদ্ধতিতে বেশ কিছু বদল হতে পারে। এবার জানা যাচ্ছে আগামী বছর অর্থাৎ ২০২৬-২৭ থেকে সিবিএসইতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষাতে ব্যাপক বদল হতে চলেছে। কী ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
স্কুলের পরীক্ষা নিয়ে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর
রাষ্ট্রীয় শিক্ষানীতি অনুযায়ী ছাত্রছাত্রীদের উপর থেকে পরীক্ষার চাপ কমানোর জন্য বড়সড় বদল আনা হচ্ছে পরীক্ষা পদ্ধতিতে। ন্যাশনাল এডুকেশন পলিসির এর প্রস্তবনা অনুযায়ী বছরে দু’বার পরীক্ষার পাশাপাশি একাদ্বশ ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার সিস্টেম আনার প্রস্তুতি চলছে। একটি রাউন্ডটেবিল অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, ১১ ও ১২ ক্লাসের ক্ষেত্রে সেমিস্টার নিয়ে আলোচনা চলছে। তবে উচ্চমাধ্যমিক ও মাধ্যমিকের ক্ষেত্রে বছরে দু’বার পরীক্ষার চালু হওয়াকে আলাদা করে দেখা উচিত নয়। এই দুই পদ্ধতিই শিক্ষা ব্যবস্থায় একটি বড় সংস্কার আনতে চলেছে।
আরও পড়ুন:– ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত
NEET 2025 নিয়ে কি জানালেন শিক্ষামন্ত্রী?
এদিন শিক্ষামন্ত্রী NEET পরীক্ষা নিয়েও মুখ খুলেছেন। তাঁর মতে, ২০২৪ সালে যেটা হয়েছে সেটার থেকে শিক্ষা নিয়ে এবছর বেশ কিছু বদলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ধর্মেন্দ্র প্রধান জানান, এবছর নিট পরীক্ষার ফরম্যাট আলাদা হবে। স্বাস্থ্য মন্ত্রকের সাথে এই বিষয়ে আলোচনা করে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের চিন্তার কোনো বিষয় নেই, কারণ বদল হলেও সেটা চমকে দেওয়ার মত কিছু হবে না। শিক্ষামন্ত্রীর মতে, এই ধরণের পরীক্ষাগুলির ক্ষেত্রেও UPSC এর মত মডেল চালু করা উচিত। রাজ্য সরকার ও জেলা প্রশাসনকে এক্ষেত্রে একজোট হয়ে কাজ করতে হবে।
প্রসঙ্গত, সামনের মাস থেকেই শুরু হতে চলেছে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকেই পরীক্ষা চালু হবে, আর শেষ হবে ৪ঠা এপ্রিল। গতবছরের মত এবছরেও একইভাবে বোর্ড পরীক্ষার আয়োজন করা হয়েছে CBSE বোর্ডের তরফ থেকে।
আরও পড়ুন:– কলেজে পড়ুয়াদের ৩০ হাজার টাকা স্কলারশিপ দিচ্ছে HDFC ব্যাংক, কিভাবে আবেদন করবেন? দেখে নিন
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025