Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক লাইন রয়েছে। একটি লাইন বালিগঞ্জ স্টেশন থেকে বাঁক নিয়ে চলে যায় বজবজের দিকে। বজবজ লোকালও রয়েছে এ পথে যাত্রার জন্য। সড়কপথেও বজবজ যাওয়ার একাধিক রাস্তা রয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার গুরুত্বপূর্ণ স্থান বজবজের রেলস্টেশনকে সকলে বজবজ স্টেশন বলেই জানলেও আসলে তার নাম কোমাগাতা মারু বজবজ স্টেশন। বজবজ স্টেশনের নাম কোমাগাতা মারু বজবজ স্টেশন করা হয়েছে ২০১৩ সালে। ব্রিটিশ শাসনকালের এক করুণ ইতিহাসকে সামনে রেখেই এই নামকরণ।
ব্রিটিশদের অত্যাচার থেকে দূরে যেতে অধিকাংশ শিখ সহ ভারতীয় ৩৭৬ জন যাত্রীকে নিয়ে কানাডার ভ্যাঙ্কুভারে উপস্থিত হয় জাপানি জাহাজ কোমাগাতা মারু। তাঁরা স্থির করেছিলেন কানাডাতে থেকে তাঁরা সেখানেই কাজ করবেন।
আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া
কিন্তু কানাডা সরকার সে সময় তাঁদের দেশে প্রবেশের অনুমতি দেয়নি। প্রায় ২ মাস ধরে অপেক্ষায় থাকার পর হতাশ ওই যাত্রীরা ফের দেশে ফিরে আসেন ওই জাহাজে।
বজবজে এসে উপস্থিত হলে ব্রিটিশ সরকারও তখন তাঁদের বন্দুকের নলের মুখে দমন করেন। বেশ কয়েকজনের প্রাণ যায় ব্রিটিশদের গুলিতে। সেই করুণ কাহিনিকে সামনে রেখেই বজবজ স্টেশনের নাম বদলে কোমাগাতা মারু বজবজ রেল স্টেশন করে রেলমন্ত্রক।
এখন তাই বজবজ কেবল একটি রেলস্টেশনই নয়, এক স্মৃতি সৌধও হয়ে উঠেছে। যা মানুষকে কখনও কোমাগাতা মারুর সেই করুণ কাহিনি ভুলতে দেবেনা।
আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….
আরও পড়ুন:– কোনও ব্যক্তি সর্বোচ্চ ক’টি ফিক্সড ডিপোজ়িট খুলতে পারেন? কী বলছে নিয়ম? জেনে নিন
রেলওয়ে আরআরবি গ্রুপ ডি নিয়োগ 202 5: 32,438টি শূন্যপদ, আবেদন করুনhttps://t.co/rgrAaYMhdT
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Clerk নিয়োগ 2025 : বিজ্ঞপ্তি বেরল, এখনই আবেদন করুনhttps://t.co/PIWUVuXIy7
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025