বড়দিনের উৎসবে মোদী কেন? সমালোচনা রক্ষণশীল গির্জার বিশপের

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বড়দিনের উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগদান নিয়ে সমালোচনায় মুখর ত্রিশূরের অর্থোডক্স (রক্ষণশীল) গির্জা। দিল্লিতে ক্যাথলিক বিশপ কনফারেন্স অফ ইন্ডিয়া আয়োজিত ক্রিসমাস সেলিব্রেশনে অংশ নিয়েছিলেন মোদী। তাতে তীব্র আপত্তি জানালেন ত্রিশূর চার্চের ডায়োসি মেট্রোপলিটানের বিশপ ইউহানন মার মেলেশিয়াস।

ফেসবুকে একটি পোস্ট করেছেন বিশপ। তাঁর কথায়, ‘ওই অনুষ্ঠানে বিশপদের সম্মান জানানো হয়। ক্রিসমাস ক্রিবের (বেথলেহেমে যিশুর জন্মস্থলের আদলে তৈরি) সামনে প্রধানমন্ত্রীকে মাথা নত করতে দেখা গিয়েছে। আর এখানে ক্রিসমাস ক্রিব ধ্বংস করা হচ্ছে।’

আসলে কেরালার পালাক্কড় জেলায় বড়দিন উপলক্ষে আয়োজিত দু’টি অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। একটি স্কুলের ক্রিসমাস অনুষ্ঠানে ঢুকে হাঙ্গামা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যকে। অন্যদিকে, অপর একটি অনুষ্ঠানস্থলে ক্রিসমাস ক্রিব নষ্ট করার অভিযোগ উঠেছে হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে। এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সমালোচনা ত্রিশূরের বিশপের।

আরো পড়ুন: দুর্ঘটনা রুখতে যান চলাচলে নতুন নিয়ম আনলো রাজ্য, বিস্তারিত জানুন

তবে এ প্রসঙ্গে BJP-র কেরালা রাজ্য সভাপতি কে সুরেন্দ্র জানিয়েছেন, বিশ্ব হিন্দু পরিষদ কিংবা সঙ্ঘ পরিবারের কেউ এই ধরনের ঘটনায় জড়িত নন। তদন্তের দাবি জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘খতিয়ে দেখা উচিত কোনও ষড়যন্ত্র রয়েছে কি না। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত। এমন ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেদিকেও নজর রাখতে হবে।’

কেরালার খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই সুসম্পর্ক তৈরির চেষ্টা চালাচ্ছে রাজ্য BJP। ফলে এই ধরনের ঘটনা সেই প্রচেষ্টায় জল ঢেলে দিল বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি ‘স্নেহ যাত্রা’-র আয়োজন করেছে কেরালা BJP। কে সুরেন্দ্রনকে দেখা গিয়েছে থামারেসসেরি বিশপ হাউসে যেতে। বিশপ রেমিগিয়স ইঞ্চানানিয়েলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড়দিনের শুভেচ্ছা বার্তা তাঁর কাছে পৌঁছে দেন কে সুরেন্দ্রন।

‘প্রেম এবং ভ্রাতৃত্বই খ্রিস্ট ধর্মের বার্তা। এই বার্তাকে আরও শক্তিশালী করতে আমরা একসঙ্গে কাজ করতে পারি।’ দিল্লিতে বড়দিনের উৎসবে যোগদান করে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দিল্লির সিবিসিআই সদর দপ্তরে ক্যাথলিক গির্জার নেতৃত্বের সঙ্গে দেড় ঘণ্টা কাটান তিনি। ক্রিসমাস ক্যারল শুনতেও দেখা যায় তাঁকে। এর পর মন্ত্রী জর্জ কুরিয়ানের বাড়িতেও বড়দিনের উৎসবে অংশ নেন তিনি।

জানা গিয়েছে, ভ্যাটিকান সিটির পোপের সঙ্গেও ফোনে কথা বলেন মোদীকে। বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তিনি পোপকে ভারতে আমন্ত্রণও জানিয়েছেন।

আরো পড়ুন: শুধু UK-তেই ৮৫টি শরিয়া আদালত, কী বদল হচ্ছে ব্রিটেনে?

আরো পড়ুন:– বদলে যাচ্ছে আইন, পঞ্চম-অষ্টমে ফের ফিরছে পাশ-ফেল

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন