Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) এই সপ্তাহেই তাঁর পদত্যাগ করতে পারেন ৷ লিবারেল পার্টিতে ক্রমবর্ধমান অসন্তোষের মুখে পড়তে হয়েছে ট্রুডোকে। রবিবার দ্য গ্লোব অ্যান্ড মেইল (The Globe and Mail) নামের সংবাদপত্রে এ খবর প্রকাশিত হয়েছে।
সূত্রের দাবি, আগামী বুধবার অনুষ্ঠিত হতে চলা জাতীয় লিবারেল পার্টির বৈঠকের আগেই প্রধানমন্ত্রী পদ থেকে নিজের পদত্যাগের কথা ঘোষণা করতে পারেন ট্রুডো। জল্পনা, সোমবারের মধ্যেই হয়তো ট্রুডোর পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।
লিবারেল পার্টি নতুন শীর্ষনেতা না পাওয়া পর্যন্ত ট্রুডো অস্থায়ী প্রধানমন্ত্রী হিসাবে থাকবেন কিনা, তা-ও এখনও স্পষ্ট নয়। ট্রুডো 2015 সালে ক্ষমতায় এসেছিলেন এবং 2019 এবং 2021 সালে লিবারেল পার্টিকে জয়ী করতে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু, এখন তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ নেতা পিয়েরে পোইলিভের (Pierre Poilievre) থেকেও 20 পয়েন্ট পিছিয়ে রয়েছেন।
আরও পড়ুন:– ৭ নতুন IPO-তে লগ্নির সুযোগ মিলবে এ সপ্তাহে, নজর থাকবে এই ৫ সংস্থার লিস্টিংয়ে
আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই জাস্টিন ট্রুডোর ওপর চাপ ক্রমশ বাড়ছিল। বর্তমানে, কানাডার পার্লামেন্টের হাউস অফ কমন্সে মোট 338টি আসনের মধ্যে লিবারেল পার্টির 153 জন এমপি রয়েছেন। সংখ্যাগরিষ্ঠতার জন্য লিবারেল পার্টির 170টি আসনের প্রয়োজন। কয়েক মাস আগে ট্রুডোর সরকারের ‘বন্ধু’ খালিস্তানিপন্থী এমপি জগমিত সিংয়ের দল নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়। তার পরই পরিস্থিতি চরমে ওঠে ৷ জোট ভেঙে যাওয়ার কারণে ট্রুডোর সরকার সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপর, 1 অক্টোবর সংখ্যাগরিষ্ঠতা পরীক্ষায়, ট্রুডোর দল লিবারেল পার্টি অন্য দলের সমর্থন পেয়ে যায় ৷ এর ফলে ‘ফ্লোর টেস্টে’ তখনকার মতো উতরে যান ট্রুডো। কিন্তু, চাপ এখনও কাটেনি ৷
আরও পড়ুন:– পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে প্রচুর শিক্ষক নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন
আরও পড়ুন:– ‘চাঁদ নয়, সোজা মঙ্গলে কলোনি’, বড় লক্ষ্য মাস্কের, বিস্তারিত জানুন
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025