বড় জয় ভারতের, ২৬/১১ হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দিচ্ছে আমেরিকা, বিস্তারিত জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণের অনুমোদন দিল আমেরিকার সুপ্রিম কোর্ট। ফলে তাঁকে ভারতে ফেরাতে আর কোনও বাধা রইল না।

দীর্ঘদিন ধরেই পাকিস্তানি বংশোদ্ভূত ক্যানাডিয়ান নাগরিক তাহাউর রানাকে প্রত্যর্পণের চেষ্টা চালাচ্ছিল ভারত। আমেরিকার সুপ্রিম কোর্টই ছিল তহাউর রানার শেষ ভরসা। এর আগে একাধিক নিম্ন আদালতে আইনি লড়াই হেরে যান তিনি। স্যান ফ্রান্সিসকোতে নর্থ সার্কিট আমেরিকান কোর্ট অফ আপিলেও হেরে গিয়ে শেষ পর্যন্ত মার্কিন শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর।

১৩ নভেম্বর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাহাউর রানা। তবে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর দিনই তাহাউর রানার রিট পিটিশন খারিজ করে দেয় মার্কিন সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন:– Jio গ্রাহকদের জন্য সুখবর! ট্রাইয়ের নির্দেশ মেনে দু’টি সস্তার প্ল্যান আনল Jio, জেনে নিন বিস্তারিত

২৬/১১ মুম্বই হামলায় পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবাকে সাহায্য করার অভিযোগে ক্যানাডার ব্যবসায়ী তাহাউরের বিরুদ্ধে মামলা চলছিল আমেরিকার ডিস্ট্রিক্ট কোর্টে। সেখানে তাহাউরকে দু’টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। প্রথমত, বিদেশি জঙ্গি সংগঠনকে মদত। দ্বিতীয়ত, ডেনমার্কে একটি সন্ত্রাস হামলার ষড়যন্ত্রে যুক্ত থাকা। তবে, ভারতে হামলার ক্ষেত্রে সন্ত্রাসবাদীদের সাহায্যের যে অভিযোগ উঠেছিল, তাতে তাহাউরকে বেকসুর খালাস দেওয়া হয়। প্রথম দু’টি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় সাত বছর জেল খাটেন তাহাউর।

তাঁকে মুক্তি দেওয়ার কথাবার্তা শুরু হতেই প্রত্যর্পণের আর্জি জানায় ভারত। নয়াদিল্লির যুক্তি ছিল, মুম্বই সন্ত্রাস হানায় যুক্ত থাকার অভিযোগে ভারতের মাটিতে তাঁর বিচার হওয়া প্রয়োজন। ভারতের দাবিকে চ্যালেঞ্জ করে প্রথমে এক্সট্রাডিশন কোর্ট, তার পর সেখান থেকে ধাক্কা খেয়ে মার্কিন কোর্ট অফ অ্যাপিলসে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই আদালতেও ধোপে টেকেনি তাঁর দাবি। ফলে সুপ্রিম কোর্টই একমাত্র রাস্তা ছিল তাঁর হাতে। এ বার বন্ধ হলো সমস্ত রাস্তা।

বর্তমানে লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রয়েছেন তিনি। শীঘ্রই তাঁকে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু হবে।

আরও পড়ুন:– লৌহযুগের শুরু তামিলনাড়ুতে, 5,300 বছরের পুরনো তরোয়াল হাতিয়ার স্ট্যালিনের

আরও পড়ুন:– ট্রেন ও রাস্তা বন্ধে বালি ব্রিজে যাত্রী হয়রানি, কাজ চলবে আরও তিনদিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন