বড় দুর্ঘটনা ! জম্মু-কাশ্মীরে ৩৫০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, মৃত জওয়ান

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- জম্মু কাশ্মীরে গাড়ি খাদে পড়ে প্রাণ গেল ৫ জওয়ানের। পুঞ্চ জেলার বালনোইয়ের মেন্ধর এলাকার ঘটনা। সেনাবাহিনীর ১১ নম্বর লাইট ইনফ্যান্ট্রির একটি গাড়ি  হেড কোয়ার্টার থেকে বের হয়ে বালনোই যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ৩৫০ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। গাড়িতে ১০ জন ছিলেন, যার মধ্যে ৫ জনেরই মৃত্যু হয়েছে। খবর পেতেই ১১ নং লাইট ইনফ্যন্ট্রির একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নামে।  আহত জওয়ানদের উদ্ধার করে কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন :- ‘বাংলাদেশের চিঠি পেয়েছি’, জানুন হাসিনাকে ফেরানো নিয়ে কী বলল কেন্দ্র ?

ভারতীয় সেনার ১৬ নম্বর কোরের পক্ষ থেকে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলা হয়েছে, ‘পুঞ্চ সেক্টরে কর্তব্যরত থাকা অবস্থাতেই দুর্ঘটনার শিকার হন ওই ৫ সেনা জওয়ান৷ আহত সেনা জওয়ানদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে৷’

আরো পড়ুন :- পাকিস্তান থেকে জাহাজ ভর্তি পণ্য পৌঁছাল বাংলাদেশে, জানুন কী কী আমদানি করা হল ?

আরো পড়ুন :- ‘আমি যতদিন সভাপতি ছিলাম, পার্টি হু হু করে বেড়েছে’ কাকে ইঙ্গিত করে এমন বললেন দিলীপ ঘোষ ?

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন