বড় পতন জ়োম্যাটোর স্টকে, Buy নাকি Hold? জানালেন বিশেষজ্ঞরা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সোমবারের ধাক্কার ছবি মঙ্গলবারের বাজারে সামগ্রিক ভাবে দেখা যায়নি। কিন্তু কিছু স্টকে বড়সড় পতন দেখা গিয়েছে। তার মধ্যে অন্যতম জ়োম্যাটো। মঙ্গলবার বাজার খোলার পর থেকেই পতন দেখা গিয়েছে অনলাইন ফুড ডেলিভারি সংস্থার স্টকের দামে।

সকালে এক সময় পাঁচ শতাংশ পড়ে যায় এই স্টকের দাম। বিএসই-তে ৪.৮ শতাংশ পড়ে গিয়েছিল জ়োম্যাটোর স্টক। দাম নেমে যায় ২৫২.০৫ টাকায়। ব্রোকারেজ ফার্ম Jefferies জ়োম্যাটোর স্টক নিয়ে সংশয় প্রকাশ করেছিল। Buy- থেকে থেকে Hold রেটিং দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, জ়োম্যাটোর টার্গেট প্রাইসেও বড়সড় ছাঁটাই দেখা গিয়েছে। ব্রোকারেজ ফার্ম Jefferies-এর তরফে জ়োম্যাটোর টার্গেট প্রাইসে ১৮ শতাংশ ছাঁটাই করে ৩৩৫ টাকা থেকে নামিয়ে ২৭৫ টাকা করে দেওয়া হয়েছে। তারপরেই হুড়মুড়িয়ে পড়তে দেখা গিয়েছে এই সংস্থার স্টক।

সোমবার জ়োম্যাটো বাজার শেষ করেছে ২৬৪.৬ টাকায়। নতুন টার্গেট প্রাইস তার ধারেকাছেই রয়েছে। গত ১২ মাসে ৯১ শতাংশ বেড়েছিল এই সংস্থার শেয়ারের দাম। সম্প্রতি ৩০৪ টাকায় উঠে রেকর্ড ছুঁয়েছিল জ়োম্যাটোর স্টক। তারপর থেকে ১৩ শতাংশ দাম নেমেছে এই স্টকের।

আরও পড়ুন:– সুখবর! চিটফান্ডের টাকা ফেরত দেওয়া হচ্ছে! কারা ও কিভাবে টাকা পাবেন? জেনে নিন

Jefferies-এর তরফে বলা হয়েছে, কুইক কমার্সের সেগমেন্টে প্রবল প্রতিযোগিতা এসে গিয়েছে। এর ফলে জ়োম্যাটোর লাভের অঙ্ক আগের মতো নাও হতে পারে বলে মনে করা হয়েছে। ২০২৪ সালে লাফ দিয়ে বেড়েছে এই সংস্থার স্টকের দাম। সেক্ষেত্রে ২০২৫ সালে দামের কনসোলিডেশন হতে পারে বলে মনে করা হয়েছে সংস্থার তরফে।

জ়্যোমাটো যখন ধাক্কা খেয়েছে, তখনই প্রতিদ্বন্দ্বী সংস্থা স্যুইগির শেয়ারের দরেও পতন দেখা গিয়েছে। মঙ্গলবার প্রায় ২ শতাংশ দাম পড়েছে স্যুইগির স্টকে।

যদিও যাবতীয় ই-কমার্স, ক্যুইক কমার্স সেক্টরে বৃদ্ধির আশা করেছেন বিশেষজ্ঞরা। গ্রাহক ও ক্রেতাদের পছন্দে নানা বদল আসছে। অনেক বেশি করে ডিজিটাল প্ল্যাটফর্মে আগ্রহী হচ্ছেন ক্রেতারা। এর ফলেই অদূর ভবিষ্যতে এই সেক্টরে বৃদ্ধি আশা করা হচ্ছে। ২০২৫ সালের মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০২৯ সালের মধ্যে ৯.৯৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছতে পারে এই সেক্টরের ব্যবসার অঙ্ক।

(বাংলা নিউস দুনিয়া অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:– মোবাইলে ভুয়ো ফোন বা মেসেজ এলে কী করা উচিত? জেনে নিন

আরও পড়ুন:– সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে কড়া নিয়ম রাজ্যের, বিস্তারিত জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন