বড় বিপদে রাম গোপাল, ৩ মাস কারাবাসের নির্দেশ আদালতের, কারণ জানতে পড়ুন …

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বড় বিপদে রাম গোপাল বর্মা। চেক বাউন্স সংক্রান্ত মামলায় মুম্বইয়ের একটি আদালতে দোষী সাব্যস্ত হলেন চিত্র পরিচালক। ওই মামলায় তাঁকে ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে মুম্বইয়ের আন্ধেরী ম্যাজিস্ট্রেট কোর্ট।

চেক বাউন্স সংক্রান্ত মামলাটি ৭ বছর ধরে চলছিল। গত মঙ্গলবার এই মামলায় রায়দান করা হবে বলে জানিয়েছিল আদালত। কিন্তু ওই দিন আদালতে উপস্থিত ছিলেন না রাম গোপাল। সেই কারণেই তাঁকে গ্রেপ্তারের জন্য জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি করা হয়েছে।

আরও পড়ুন:– হাওড়ার রাবার পার্কে দেড় হাজার কোটি টাকার লগ্নির আশা, হবে ১০০০০ কর্মসংস্থান

এই মামলায় রাম গোপাল বর্মাকে ৩.৭২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। যিনি অভিযোগকারী, তাঁকে এই টাকা দিতে হবে ওই চিত্র পরিচালককে। যদি আগামী তিন মাসে এই ক্ষতিপূরণ তিনি দিতে না পারেন, তাহলে আরও তিন মাস জেলে থাকতে হবে রামগোপাল ভার্মাকে।

২০১৮ সালের ঘটনা। রাম গোপাল বর্মা ও শ্রী নামে এক সংস্থার মধ্যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। চেক বাউন্স করার অভিযোগ ওঠে পরিচালকের বিরুদ্ধে। তিন মাস সময় থাকা সত্ত্বেও রাম গোপালের অ্যাকাউন্টে ৩.৭২ লক্ষ টাকা ছিল না। এর জেরেই ওই সংস্থাটি পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এর পরে একাধিক শুনানি হয়েছে। তবে এই মামলায় রাম গোপাল আদালতের সঙ্গে সহযোগিতাও করেননি বলে জানা যাচ্ছে। এমনকি বেশ কিছু শুনানিতে তাঁর অনুপস্থিতি ঘটনাকে আরও জটিল করে তোলে।

আরও পড়ুন:– কপিল শর্মা, রাজপাল যাদব-সহ ৪ তারকাকে প্রাণে মারার হুমকি, পাকিস্তান থেকে ই-মেল

আরও পড়ুন:– লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ এই দুই IT কোম্পানির, কেন এক লাফে এতটা বাড়ল শেয়ার দর ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন