বড় ব্লান্ডার! যাকে রিটেন করেনি KKR, সেই প্লেয়ার গড়ল ইতিহাস! মাথা চাপড়াচ্ছে কলকাতা

By Bangla News Dunia Rajib

Published on:

kkr-phil-salt

Bangla News Dunia , Rajib : ৩১ অক্টোবর কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ৬ জনকে রেখে বাকি সবাইকে বাদ দিয়ে দিয়েছে। বাদের তালিকায় শ্রেয়স আইয়ার, মিচেল স্টার্কও রয়েছেন। এরা ছাড়াও KKR-র বাদের তালিকায় আরেক নাম রয়েছেন, যিনি বর্তমানে এই ইতিহাস সৃষ্টি করেছেন। আজ কথা হচ্ছে গত মরশুমে KKR-র হয়ে ওপেনিংয়ে নেমে ঝোড়ো ইনিংস খেলা ব্রিটিশ উইকেট কিপার ফিল সল্টকে নিয়ে। ব্রিটিশ তারকা কিপার এবার যা করলেন, তা দেখে কলকাতা ফিল সল্টকে তাঁদের রিটেন তালিকায় না রেখে পস্তাচ্ছে।

মহারেকর্ড ফিল সল্টের

ইংল্যান্ডের স্টার ব্যাটার ফিল সল্ট ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করে এক মহা রেকর্ড গড়েছেন। সম্প্রতি তিনি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১০৩ রানের ইনিংস খেলেছেন। এই ইনিংসে ৯ টি চার ও ৬ টি ছয় রয়েছে। T20-তে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে এটা স্লটের তৃতীয় সেঞ্চুরি। আর এটা করে স্লট একটি দলের বিরুদ্ধে সবথেকে বেশি সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন।

আরো পড়ুন :- বিরল ঘটনা, বরফে ঢাকল সৌদি আরবের উষ্ণ মরুভূমি! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব বিশ্ব

সবথেকে বড় বিষয় হল, সল্ট ওপেনিংয়ে নেমে ১০৩ রান করেছেন আর তাঁকে কেউ আউট করতে পারেনি। মানে তিনি অপরাজিত ছিলেন। মাত্র ৫৪ বলে ১৯০.৭৪ এর স্ট্রাইকরেটে সল্ট এই বিধ্বংসী ইনিংস খেলেন। সল্টের এই ধ্বংসাত্মক ইনিংস দেখে কলকাতা নাইট রাইডার্স এখন নখ কামড়াচ্ছে। যদিও, KKR-র তরফেও কিছুই করার ছিল না। কারণ একটা দল ৬ জনের বেশি প্লেয়ার রিটেন করতে পারেনা।

ফিল সল্টের অভাব অনুভব করবে KKR

KKR-এ বর্তমানে যেমন অধিনায়কের অভাব রয়েছে, তেমনই তাঁদের দলে একজন উইকেট কিপারও নেই। এর কারণে আসন্ন IPL মেগা নিলামে দিল্লির প্রাক্তন অধিনায়ক ঋষভ পন্থকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে KKR, এমনটাই খবর। পন্থকে দলে নিলে উইকেটকিপার ও অধিনায়ক একসঙ্গে দুই পেয়ে যাবে KKR। তবে ফিল সল্টের অভাব অনুভবও হবে তাঁদের।

KKR-এ ফিল সল্টের কেরিয়ার | Phil Salt IPL Career For KKR |

ফিল সল্ট ২০২৪ এর IPL-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১২ টি ম্যাচ খেলেছেন। সেখানে তিনি ৪৯.৫৫ এর গড়ে ৪৩৫ রান করেছিলেন। ফিল সল্টের স্ট্রাইক রেট ছিল ১৮২.০১। ৮৯ অপরাজিত এটাই ২০২৪ এর IPL-এ সল্টের সর্বোচ্চ রান। কলকাতার হয়ে খেলার সময় ফিল সল্ট ১২ ম্যাচে ৪টি অর্ধশতরানও করেছেন।

#END

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন