বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রীসভায়, এবার ‘এক দেশ, এক নির্বাচন’ নীতি কার্যকর হবে সারা দেশে ?

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- ‘এক দেশ, এক নির্বাচন’ (One Nation One Election) নীতিতে সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা। চলতি শীতকালীন অধিবেশনেই এই বিল আনা হতে পারে বলে সূত্রের খবর। বৃহস্পতিবারই কেন্দ্রীয় মন্ত্রীসভা এই বিল পেশে সবুজ সংকেত দিয়েছে।

আরো পড়ুন :- কফিন থেকে উঠে বসলেন ‘মৃত মহিলা’, হাড়হিম করা ঘটনার পিছনে লুকিয়ে কোন রহস্য?

সরকারের পরিকল্পনা, চলতি শীতকালীন অধিবেশনই এই বিল পেশ করা হবে। যদিও বিরোধীদের এই বিল নিয়ে তীব্র আপত্তি আছে। কংগ্রেস-তৃণমূল সহ ইন্ডিয়া জোটের অনেক শরিকেরই এই বিল নিয়ে আপত্তি রয়েছে। এই বিল পেশ করার আগে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ex President Ram Nath Kovind) নেতৃত্বে একটি কমিটি গঠন করে কেন্দ্র। সেই কমিটি সকলের সঙ্গে কথা বলে একটি রিপোর্ট তৈরি করে। সেই রিপোর্টে ‘এক দেশ, এক নির্বাচন’ আইনের আওতায় পুরো দেশে একইসঙ্গে লোকসভা নির্বাচন এবং প্রতিটি রাজ্যে বিধানসভা নির্বাচনের সুপারিশ করা হয়েছে। আর সেই নির্বাচনের ১০০ দিনের মধ্যে পুরসভা এবং পঞ্চায়েতের ভোট করার কথা বলা হয়েছে। তবে এই রিপোর্টকে সামনে রেখে ‘এক দেশ এক নির্বাচন’ বিলে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা। তখনই বোঝা গিয়েছিল এই বিল নিয়ে সরকার এগোতে চাইছে।

আরো পড়ুন :- মাত্র ২০০ টাকা দিয়েই বছরে ৩৬,০০০ টাকা ! পেনশন স্কিম আনল মোদী সরকার

তবে জানা যাচ্ছে, সরকার বিলটিকে লোকসভায় পেশ করে বিস্তারিত আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠাতে চায়। কমিটিই এনিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে কথা বলবে। সরকার যদিও বিলটি নিয়ে বৃহত্তর ঐক্যের পথে হাঁটতে চাইছে। সেই লক্ষ্যে বিভিন্ন রাজ্যের স্পিকারদের (Speakar) আলোচনায় ডাকার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বুদ্ধিজীবী, বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের মতামতও শোনা হবে বলে জানা গিয়েছে। এমনকি, সাধারণ নাগরিকদেরও মতামত দেওয়ার সুযোগ থাকবে।

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন