Bangla News Dunia, দীনেশ : আরজি কর কাণ্ডে (RG Kar Case) সঞ্জয় রায়কে (Sanjay Roy) শনিবার দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদা আদালত (Sealdah Court)। সোমবার তাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। বিচারক অনির্বান দাস মনে করেন, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়। তাই আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে সঞ্জয়কে।
এদিন সকালে সঞ্জয়কে নিয়ে আসা হয় শিয়ালদা আদালতে। ২১০ নম্বর কক্ষে নিয়ে যাওয়া হয় তাকে। চুল দাড়ি কামানো অবস্থায় সাজা ঘোষণার দিনও সঞ্জয়কে বেশ নির্লিপ্ত ভঙ্গিতে দেখা গিয়েছে। সকালে বিচারক তার বক্তব্য শুনতে চাইলে সে বলে, ‘আমাকে ফাঁসানো হচ্ছে। আমি ধর্ষণ করলে, এত কিছু নষ্ট হল, আমার গলার রুদ্রাক্ষের মালা নষ্ট হত না? আমাকে ফাঁসানো হয়েছে।’
আরও পড়ুন:– মহিলাদের প্রতিমাসে 32 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র। চালু হল নতুন প্রকল্প। টাকা পেতে হলে কী করতে হবে?
যদিও এই কথা শনিবার দোষী সাব্যস্ত করার দিনও বলতে শোনা গিয়েছে সঞ্জয়কে। এরপর ২টা ৪৫মিনিট নাগাদ বিচারক সাজা ঘোষণা করেন। আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় তাকে। সূত্রের খবর, এরপর খানিকটা কাঁদো কাঁদো মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সঞ্জয়কে। এরপর এজলাস ছাড়ার সময় বিড়বিড় করে কিছু বলতে দেখা যায় তাকে। এজলাস থেকে বেরোনোর সময় সঞ্জয়ের আইনজীবীরা তাকে জানান, তার মৃত্যুদণ্ড নয়, আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। শুনে সঞ্জয় বলেন, ‘বদনাম হয়ে গেলাম।’ এই ঘটনায় সরকারকে নিহত চিকিৎসকের পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন:– কলকাতা CNCI ইনস্টিটিউটে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত