বদলি, পদন্নোতির জন্য প্রভাব খাটানোর অভিযোগ! কর্মীদের চরম হুঁশিয়ারি রাজ্য সরকারের

By Bangla News Dunia Rajib

Published on:

government-employee

Bangla News Dunia , Rajib : বছর শেষ হওয়ার আগে কিছু সরকারি কর্মীদের ওপর বেজায় চটল রাজ্য সরকার (State Government)। উৎসবের মরসুম শেষ হতে না হতেই সরকারের তরফে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। আসলে কিছু সরকারি কর্মচারী প্রভাব খাটিয়ে তাদের বদলি ও পোস্টিংয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছেন বলে অভিযোগ। আর এই অভিযোগ উঠতেই কড়া পদক্ষেপের পথে হাঁটল রাজ্য সরকার। আসলে এই অভিযোগ ওঠেছে ওড়িশা সরকারের অধীনে কর্মরত কিছু কর্মীর ওপর। আর এই অভিযোগ পেতেই গুরুতর পদক্ষেপের পথে হাঁটল বিজেপি শাসিত সরকার।

বড় সিদ্ধান্ত সরকারের

এই মর্মে ওড়িশার মুখ্যসচিবের তরফে চিঠি জারি করা হয়েছে। ওড়িশার মুখ্যসচিবের চিঠিতে বলা হয়েছে, অনুকূল বদলি ও পোস্টিং সুরক্ষিত করতে রাজ্য সরকার এখন কর্মীদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনও ধরণের প্রভাব প্রয়োগ করতে নিষেধ করেছে। ওড়িশার মুখ্যসচিব মনোজ আহুজা তাঁর চিঠিতে বলেছেন, প্রভাব খাটানোর এই ধরনের কর্ম ওড়িশা গভর্নমেন্ট সার্ভেন্টস কন্ডাক্ট রুলস, ১৯৫৯-এর রুল ২৩ এর স্পষ্ট লঙ্ঘন।

কী বলছে নিয়ম?

নিয়ম অনুযায়ী, কোন সরকারি কর্মচারী নিজের নিয়োগ, পদোন্নতি, বেতন ও অন্যান্য চাকুরীর শর্তাবলীর অধীন তাঁর নিয়োগ সংক্রান্ত বিষয়ে ও স্বার্থ রক্ষার জন্য কোনও কর্তৃপক্ষের উপর কোন কর্তৃত্বের উপর প্রভাব বিস্তার করতে পারবেন না, বা করবার চেষ্টা করবেন না। চিঠিতে আরও বলা হয়, সরকারি কর্মচারীরা চাকরির সকল বিষয়ে ন্যায্যতা ও স্বচ্ছতার নীতি সমুন্নত রেখে সততা ও আচরণের সর্বোচ্চ মান বজায় রাখবেন বলে আশা করা হচ্ছে।

সরকার বলছে, কর্মচারীদের বদলি এবং পোস্টিং সাধারণত প্রশাসনিক প্রয়োজনীয়তা অনুসারে, যোগ্যতা বিবেচনা করে এবং প্রতিষ্ঠিত পদ্ধতি অনুসরণ করে নেওয়া হয়। এই প্রক্রিয়াটি এড়ানোর যে কোনও প্রচেষ্টা একটি গুরুতর অসদাচরণ হিসাবে দেখা হবে। ফলে বদলি বা পোস্টিং নিশ্চিত করতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সব সরকারি কর্মচারীকে প্রভাবশালী বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করতে নিষেধ করা হয়েছে।

আরো পড়ুন :- পশ্চিমবঙ্গে ফের প্রাইমারী টেট এর বিজ্ঞপ্তি প্রকাশ। প্রাথমিক শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন