বদলে যাচ্ছে IPL-এর নিয়ম, এ বার নতুন রূপে? জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

ipl

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আসন্ন মরশুম থেকে আইপিএলের নিয়মে বড় পরিবর্তন হতে চলেছে। ২০০৮ সালের পর এ বার আইপিএলের নিয়ম পুরো আলাদা হবে। বিশ্ব ক্রিকেটের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সম্প্রতি বোর্ড জানিয়েছে আগামী ২১ মার্চ থেকে শুরু হবে আইপিএল আর শেষ হবে ২৫ মে।

বিশ্ব ক্রিকেটকে নিয়ন্ত্রণ করার জন্য আইসিসি একাধিক নিয়ম তৈরি করেছে। এই নিয়মগুলো কাজে লাগিয়ে তারা প্লেয়ার থেকে শুরু করে দল ও ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ডগুলোকে চালায়। তবে আইপিএলে এতদিন আইসিসির নিয়ম কার্যকর হতো না। বদলে বিসিসিআই আইপিএলের জন্য আলাদা কোড অব কন্ডাক্ট তৈরি করেছিল। অর্থাৎ, আলাদা নিয়ম। এটা করার কারণ হিসেবে ছিল, আইপিএলকে আরও আকর্ষণীয় করে তোলা ও নিয়মের জটিলতা থেকে বাইরে বেরনো।

সম্প্রতি বিসিসিআইয়ের জেনারেল কাউন্সিলের বৈঠক হয়। যেই বৈঠকে দেবজিৎ সইকিয়াকে সচিব হিসেবে নিয়োগ করা হয় এবং সেই বৈঠকে আলোচনায় উঠে আসে আইপিএলের নিয়ম। পিটিআইয়ে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আইপিএলে এবার আইসিসির টি-টোয়েন্টি ক্রিকেটের নিয়ম মানা হবে। এরফলে প্লেয়াররা কিছুটা হলেও সুরাহা পাবেন। এক আইপিএল কর্তা পিটিআইকে নাম না প্রকাশের শর্তে বলেন, ‘এখন থেকে নিয়ম না মানলে লেভেল ১, ২, ৩ করে সেটাকে আইসিসির নির্ধারিত পেনাল্টিতে ভাগ করা হবে। এতদিন পর্যন্ত আইপিএলের আলাদা নিয়ম ছিল, কিন্তু এবার সেটা আর থাকছে না।’

সুবিধা কী হবে?

বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজ়ি লিগ কিছু নিয়ম নিজেদের মতো করে তৈরি করে। এতে প্লেয়ারদের সমস্যা বাড়ে। কারণ আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মের সঙ্গে সব প্লেয়ার সামঞ্জস্য তৈরি করেছেন। এবার ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেটের ২ মাস যদি আলাদা নিয়ম মানতে হয় সেটা প্লেয়ারদের জন্য সমস্যার।

আরও পড়ুন:– একরত্তি মেয়ের চিকিৎসায় বিপুল খরচ, অভিষেকের দ্বারস্থ পরিবার

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন