বদলে যাচ্ছে SBI সহ ৪ ব্যাঙ্কের ATM থেকে টাকা তোলার সীমা, জানুন নতুন নিয়ম

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : নতুন বছর শুরু হতে আর মাত্র একটা দিন বাকি। তারপরেই বেশ কিছু নিয়ম পাল্টে যাবে। যার মধ্যে ব্যাঙ্কিং সংক্রান্ত কিছু নিয়ম (Banking Rules) রয়েছে। বর্তমানে সময়ে প্রতিদিনের কাজের ক্ষেত্রে ব্যাঙ্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। তাই আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে আগে থেকেই এই তথ্য জেনে রাখা প্রয়োজন।

১ লা জানুয়ারি থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্কিংয়ের নিয়ম

সময়ের সাথে টেকনোলজি যত উন্নত হয়েছে সেটা ব্যাঙ্কিং সেক্টরেও প্রভাব ফেলেছে। একটা সময় টাকা জমা বা তোলার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রাঞ্চে যেতে হত। তবে এখন এটিএম থাকায় যখন খুশি এটিএম মেশিনে ডেবিট কার্ড দিয়ে পিন দিলেই টাকা বেরিয়ে আসে। এমনকি টাকা জমা করার ক্যাশ ডিপোজিট মেশিনও রয়েছে। কিন্তু পয়লা জানুয়ারি থেকেই ATM Card দিয়ে টাকা তোলার নিয়মের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হচ্ছে।

আরো পড়ুন: লং টার্মে লগ্নি কথা ভাবছেন? ২০২৫ সালে কিনতে পারেন এই ৯ স্টক

পাল্টে যাচ্ছে বিভিন্ন ব্যাঙ্কের ATM Withdraw লিমিট

এটিএম দিয়ে টাকা তোলার ক্ষেত্রে একটা সর্বোচ্চ সীমা নির্ধারণ করা রয়েছে। আগামী বছর থেকেই সেটা বদলে যাচ্ছে। আলাদা আলাদা ব্যাঙ্কের ক্ষেত্রে এই টাকা তোলার ঊর্ধ্বসীমা ভিন্ন হবে বলে জানা যাচ্ছে। যেমন আপনি যদি HDFC ব্যাঙ্কের গ্রাহক হন তাহলে একদিনে এনআরও ডেবিট কার্ডের মাধ্যমে ২৫,০০০ টাকা তুলতে পারবেন। এছাড়াও বিজনেস কার্ডের ক্ষেত্রে ৫০,০০০ ও টাইটেনিয়াম রয়্যাল কার্ডের ক্ষেত্রে ৭৫,০০০ টাকা তোলা যাবে।

SBI এর ATM কার্ড দিয়ে টাকা তোলার ঊর্ধ্বসীমা

আপনি যদি দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক SBI এর গ্রাহক হন তাহলে ডেবিট কার্ড বা ক্লাসিক ডেবিট কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৪০,০০০ টাকা একদিনে তুলতে পারবেন। আর যদি ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করেন তাহলে একদিনে ১ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন।

ICICI ও Axis ব্যাঙ্কের টাকা তোলার ঊর্ধ্বসীমা

যদি আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহক হন তাহলে কোরাল ডেবিট কার্ডের ক্ষেত্রে দিনে সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা ও প্ল্যাটিনাম ডেবিট কার্ড থাকলে ১,০০,০০০ টাকা তোলা যাবে। অ্যাক্সিস ব্যাঙ্কের গ্রাহকেরা সাধারণ কার্ডের দ্বারা দিনে ৪০,০০০ টাকা ও টাইটেনিয়াম প্রাইম ডেবিট কার্ড থাকলে ৫০,০০০ টাকা ও ভ্যালু প্লাস ডেবিট কার্ড থাকলে ১,০০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন একদিনে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন