বন্দি মৎস্যজীবীদের দেশে ফেরাচ্ছে ভারত এবং বাংলাদেশ ! রবিতেই হবে শুভকাজ

By Bangla News Dunia Dinesh

Published on:

PM-Modi-Congratulates-Prof.-Muhammad-Yunus-on-New-Role-Calls-for-Return-to-Normalcy-in-Bangladesh

 

Bangla News Dunia, দীনেশ : অবশেষে নিজেদের দেশে ফিরতে চলেছেন মৎস্যজীবীরা। আগামীকাল অর্থাৎ রবিবার বঙ্গোপসাগরে দুই দেশে বন্দি বিনিময় (Exchange) হবে। ভারতে ফিরবেন বাংলাদেশে আটকে থাকা ৯৫ জন মৎস্যজীবী (Indian Fishermen) এবং ভারত থেকে বাংলাদেশে ফিরবেন ৯০ জন মৎস্যজীবী। পুরো ঘটনার ওপর নজর রাখবেন ভারত এবং বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী।

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

প্রায় আড়াই মাস আগে কাকদ্বীপের ৬ টি ট্রলার ঢুকে পড়েছিল বাংলাদেশের জলসীমায়। এরপর তাঁদের আটক করে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। এই ট্রলারে ছিলেন ৯৫ জন মৎস্যজীবী। অন্যদিকে ভারতে আটকে রয়েছে ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবী। এই ঘটনার পর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব লুৎফুন নাহার বিজ্ঞপ্তি জানিয়েছিল,  ৯৫ জন মৎস্যজীবীর মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ট্রলার সহ তাঁদের ফিরিয়ে দেওয়া হবে ভারতে।

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

অন্যদিকে, আজ সকালে ১২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে নিয়ে যাওয়া হয়েছে হলদিয়ায়। তাঁদের তুলে দেওয়া হবে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে। আবার বাংলাদেশের পক্ষ থেকে ভারতের মৎস্যজীবীদের তুলে দেওয়া হবে ভারতে। নবান্ন (Nabanna) সূত্রে খবর, সোমবার এই মৎস্যজীবীদের নিয়ে যাওয়া হবে গঙ্গাসাগরে। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (CM Mamata Banerjee)।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন