Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চার বছর অন্তর যখন বিশ্বকাপের সময় আসে তখন আয়োজন দেশকে নিয়ে খোঁজ বেড়ে যায়। কেউ খোঁজ করেন যাওয়ার বিবরণ জানতে চেয়ে, অনেকে আবার সেই দেশের ব্যাপারে জানতে খোঁজ করা শুরু করেন। ২০৩০ সালের বিশ্বকাপে ভেন্যুতে চূড়ান্ত শিলমোহর পড়ার পরেও সেই ছবিটা দেখা গিয়েছে। তবে ভেন্যু হিসেবে মরোক্কোর সার্চে ভালো রেজ়াল্ট আসছে না। কারণ, পথ কুকুর নিধন।
সম্প্রতি একাধিক রিপোর্টে সামনে আসে, যেখানে বলা হয় ২০৩০ সালের বিশ্বকাপের জন্য মরক্কো সরকার ৩০ লাখ পথ কুকুরকে হত্যার নিদান দিয়েছে। বিষয়টা সম্প্রতি সামনে আসে ও মরক্কো সরকারের নিন্দা হয়। এ বার নিন্দার মুখে পড়ে ঢোঁক গিলল মরক্কো সরকার।
আরও পড়ুন:– ৩০ লাখ পথ কুকুর হত্যার নিদান মরক্কোর, কেন এমন সিদ্ধান্ত ?
সম্প্রতি তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালের অগাস্ট মাসেই বন্ধ করা হয়েছিল পথ কুকুর নিধন। ২০৩০ সালে বিশ্বকাপ আয়োজনের জন্য মরোক্কোর নামের পাশে শিলমোহর পড়ার পর থেকে তারা কুকুর নিধন শুরু করলেও ২০২৪ সালে সেটা বন্ধ করা হয় বলে দাবি করা হয়েছে মরক্কো সরকারের পক্ষ থেকে। যদিও তাদের এই দাবিতে চিড়ে ভিজছে না।
আন্তর্জাতিক পশু ওয়েলফেয়ার ও প্রোটেকশন কোয়ালিশন বা আইএডব্লুপিসির পক্ষ থেকে জানানো হয়েছে কী ভাবে মরোক্কোতে পথ কুকুরদের নিধন করা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে লেখা হয়েছে, প্রায় প্রতিদিন মরক্কো সরকারের পক্ষ থেকে কিছু ব্যক্তি বন্দুক নিয়ে পথে ঘোরে। পথ কুকুর দেখলেই গুলি করে মেরে ফেলা হচ্ছে বলে দাবি করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। অনেক কুকুরকে ট্রাকে ফেলে দেওয়া হয়। মরক্কোতে কুকুর নিধনের একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ফিফার বিরুদ্ধে ক্ষোভ
আন্তর্জাতিক পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে ফিফাকে চিঠি লেখা হয়েছে। কিন্তু ফিফা এখনও পদক্ষেপ না নেওয়ায় সেই সংগঠন হতাশ। যদিও ফিফা জানিয়েছে তারা বিষয়টির দিকে নজর রাখছে।
আরও পড়ুন:– ব্রিটেনই ভেঙে দিয়েছিল ভারতের উৎপাদন শিল্পের কোমর, কত টাকা লুট করেছিল তারা?
আরও পড়ুন:– ভারতীয় রেলে 32,438 শূন্যপদে চাকরি। মাসিক বেতন 18,000/- টাকা। মাধ্যমিক পাশে আবেদন করুন