Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি স্বাস্থ্যসাথী প্রকল্প (Swasthya Sathi). যে প্রকল্পের মাধ্যমে জনসাধারণকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। পশ্চিমবঙ্গের জনসাধারণের জন্য বিশেষ করে এই প্রকল্প নির্মাণ করা হয়েছে। আর এই প্রকল্পটি নিঃসন্দেহে প্রচুর দরিদ্র সাধারণ মানুষের উপকার সাধন করে। তবে এবার বাংলার স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে জরুরী আপডেট। যা জানা যাচ্ছে, সত্যি কি বন্ধ হয়ে যাচ্ছে স্বাস্থ্য সাথী?
West Bengal Swasthya Sathi Scheme
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সাথী প্রকল্প (Government Scheme) নিয়ে আদালতে মামলা হয়েছে। এই প্রকল্প নিয়ে বহু অভিযোগ সামনে এসেছে। তবুও স্বাস্থ্য সাথী প্রকল্পে দুর্নীতি রুখতে কড়া হাতে নিয়ম চালু করেছে সরকার। বেসরকারি হাসপাতাল গুলির ওপর জারি করা হয়েছে কঠোর নিয়মাবলী। সাধারণ মানুষ যেমন চিকিৎসা পাচ্ছেন বিনামূল্যে তার আড়ালেই এই প্রকল্প ঘিরে বাসা বাঁধছে জালিয়াতি। সরকারের বিভিন্ন প্রকল্পেই দুর্নীতির আঁচ পড়েছে আগে। সেই তালিকা থেকে বাদ পড়েনি স্বাস্থ্যসাথী প্রকল্প।
স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে আদালতে মামলা
স্বাস্থ্যসাথী প্রকল্পের বিরোধিতায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে (Kolkata HC). স্বাস্থ্যসাথী স্কিমের বিরোধিতা করে মামলা দায়ের করেন ডাক্তার কুণাল সাহা। এই প্রসঙ্গে তাঁর যুক্তি ছিল, প্রধানত নির্বাচনের সুবিধা পাওয়ার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। বাস্তবে এই প্রকল্পের কোনও যৌক্তিকতা নেই।
তবে এবার সেই মামলা খারিজ করে দিয়েছে আদালত। এই প্রসঙ্গে হাইকোর্টের পর্যবেক্ষণ, রাজ্য সরকার জনকল্যাণ স্বার্থে প্রকল্প করতেই পারে। এরই সাথে হাইকোর্টের আরও পর্যবেক্ষণ, স্বাস্থ্যসাথী প্রকল্পটি সম্পূর্ণভাবে সরকারি সিদ্ধান্ত। সরকারের নির্দিষ্ট নীতি তথা পলিসি মেনে এই প্রকল্পটি চালু করা হয়েছে। তাই নতুন করে আদালত এই বিষয়ে আর কোনও হস্তক্ষেপ করবে না। তাই আদালত সরাসরি বলেছে, প্রয়োজনে বিধায়ক সাংসদের সঙ্গে কথা বলার জন্য।
স্বাস্থ্য সাথী জনস্বার্থ মামলায় প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞনম-এর তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ। তাঁর দাবি, পরিবার পিছু মেডিক্লেম ৫ লক্ষ টাকা বলা হলেও কিন্তু সব নাগরিক তা পাচ্ছেন না। আবার, কোন পরিবারের সদস্য সংখ্যা বড় হলেও সেখানে সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে সঠিক পরিষেবা মিলছে না। অতএব বৃহস্পতিবার প্রকল্প
বিপক্ষে জনস্বার্থ মামলা খারিজ করে কলকাতা হাইকোর্ট ‘স্বাস্থসাথী’ প্রকল্পে ফের সিলমোহর দিল।
আরও পড়ুন:– কুম্ভের মতো দুর্ঘটনা বাংলায় হলে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলত বিজেপি, কটাক্ষ অভিষেকের
আরও পড়ুন:– কলকাতা সিটি সিভিল কোর্টে প্রচুর কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন