Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘চোখের সামনে বাচ্চাটা মরে গেল’। চোখের জল বাঁধ মানছে না ইয়াহিয়া আল-বাত্রানের। সোমবার মধ্য গাজ়ার আল-আকসা শাহিদ হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর সন্তান আলি আল-বাত্রানের। মৃত্যুর কারণ হাইপোথার্মিয়া বলে জানিয়েছে ডাক্তাররা। অর্থাৎ, ঠান্ডায় জমে মৃত্যু হয়েছে ইয়াহিয়ার সন্তানের। বয়স হয়েছিল মাত্র এক মাস।
তার যমজ ভাই জুমাও ওই একই হাসপাতালে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়ছে। শুধু আলি বা তার যমজ ভাই নয়, যুদ্ধ বিধ্বস্ত গাজ়ায় তীব্র শীতের কামড়ে মৃত্যু হচ্ছে একের পর এক শিশুর। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত কয়েক দিন ধরে গাজ়ায় শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঠান্ডার কারণে শিশু মৃত্যুর হার। গত এক সপ্তাহেই সাত শিশুর মৃত্যু হয়েছে। যার অন্যতম এক মাসের আলি আল-বাত্রান।
আরও পড়ুন:– জানুয়ারি মাসে অতিরিক্ত রেশন দেওয়ার ঘোষণা। কোন রেশন কার্ডে কত কিলো মাল পাবেন? দেখে নিন
ইজ়রায়েল-হামাস যুদ্ধে বারবার ঠিকানা বদল হয়েছে আল-বাত্রান পরিবারের। বর্তমানে তাঁরা দেইর এল-বালাহ শহরে এক আশ্রয় শিবিরে থাকেন। শিবিরের তাঁবুর কাপড়টা মোটা, কিন্তু বহু ব্যবহারে জীর্ণ। গাজ়ায় রাতে তাপমাত্রা নেমে যায় ৮ ডিগ্রি সেলসিয়াসে। সেই ঠান্ডা আটকানোর ক্ষমতা নেই জীর্ণ তাঁবুটার। গায়ে দেওয়ার পর্যাপ্ত শীত বস্ত্র নেই। নেই কম্বল। এই পরিস্থিতিতেই এক মাসের দুই যমজ সন্তানকে নিয়ে ছিলেন ইয়াহিয়া।
গত রবিবার রাতে দুটি শিশুই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। ইয়াহিয়া বলেছেন, ‘আমি জুমাকে কোলে তুলে নিয়ে দেখি, ঠান্ডায় ও বরফের মতো জমে গিয়েছে। পুরো সাদা হয়ে গিয়েছে। দেখলাম আলিও নড়াচড়া করছে না। এর পরই ওদের হাসপাতালে নিয়ে গিয়েছিলাম।’
গাজ়ায় হামাস নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা জানিয়েছে, আগামী কয়েক দিনে ঠান্ডায় আরও বাড়বে। আবহাওয়া আরও প্রতিকূল হবে। বিশেষ করে, ইয়াহিয়ার মতো আশ্রয় শিবিরের অস্থায়ী তাঁবুগুলির বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন:– দেশের সেরা পাঁচটি Engineering College এর তালিকা। এখানে পড়াশোনা করে দুর্দান্ত কেরিয়ার তৈরি করা যায়
আরও পড়ুন:– উদ্ধার 967 শিশু ! ‘নানহে ফারিস্তে’ অভিযানে বিশেষ সাফল্য পূর্ব রেলের – NANHE FARISTEY
অগ্নিবীর নিয়োগ 2025 : বিভিন্ন পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/0CMmYG6hay
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
India Post GDS Recruitment 2025 : 65,200টি শূন্য পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/6NF7Xktxce
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
ITBP নিয়োগ 2025: মোটর মেকানিক শূন্যপদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/dmqHraRemt
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025