বর্ষবরণের রাতে ফাঁকা ফ্ল্যাটে একাই ছিল ৪ বছরের শিশু, তার পরেই ঘটল অঘটন!

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

baby watch tv

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বর্ষবরণের রাতে এক চার বছরের শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার করা হলো এক যুবককে। মুম্বইতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ৩১ ডিসেম্বর রাতে বাড়িতে একাই ছিল ওই নাবালিকা। অভিযুক্ত বছর ২৮-এর ওই যুবক পাশের ফ্ল্যাটেরই বাসিন্দা। শিশুটিকে দেখভালের নাম করে ফ্ল্যাটে আসে সে। কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।

বুধবার ওই প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ষবরণ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ধৃত ব্যক্তি নাবালিকার ফ্ল্যাটে আসে। ফ্ল্যাটে কেউ ছিল না তা আগে থেকেই জানত ওই প্রতিবেশী। শিশুটিকে খেলনার লোভ দেখিয়ে সে নিজের ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানেই ধর্ষণ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পাশাপাশি শিশুটিকে মুখ বন্ধ রাখার হুমকিও দেয় সে।

আরও পড়ুন:– কোনও ব্যক্তি সর্বোচ্চ ক’টি ফিক্সড ডিপোজ়িট খুলতে পারেন? কী বলছে নিয়ম? জেনে নিন

মা বাড়িতে ফিরলে কাঁদতে শুরু করে ওই নাবালিকা। পরে মা-কে সবটা জানায় শিশুটি। পরে শিশুটির বাবাও সব জানতে পারেন। থানায় ওই প্রতিবেশীর নামে অভিযোগ দায়ের করেন। FIR-এর ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

‘র’ এজেন্ট পরিচয় দিয়ে কানাডার তরুণীকে ধর্ষণ-ব্ল্যাকমেল, পুলিশের স্ক্যানারে জিম ট্রেনার

শিশুকন্যার মেডিক্যাল চেকআপের পর ধর্ষণের চিহ্ন মিলেছে। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ এবং ৬৫(২) ও পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে।

ধৃতকে আদালতে তোলা হলে তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও ওই প্রতিবেশী কোনও সময়ে নাবালিকাকে যৌন নির্যাতন করেছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন