বর্ষশেষের আগে মহাশূন্যে অঘটন! আজ আকাশে কালো চাঁদ

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পূর্ণিমা চাঁদ দেখে কবি তাকে ঝলসানো রুটির সঙ্গে তুলনা করেছিলেন ৷ এবার সেই চাঁদ নিজেই পুড়লো বলে ৷ আজ বদলে যাচ্ছে চাঁদের রঙ ৷ নীল, সাদা নয় আকাশে দেখা যাবে কালো চাঁদ ৷ এর আগে লাল, হলুদ ও গোলাপি রঙের চাঁদ দেখেছে দেশবাসী ৷ এবার দেখবে ‘ব্ল্যক মুন’ ৷ বছরের শেষে এই বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে ভারতবাসী ৷ আজ (31 ডিসেম্বর) রাত 3টে বেজে 31 মিনিটে দেখা যাবে এই ব্ল্যাক মুন ৷

ইউএস নেভাল অবজারভেটরি অনুসারে, আকাশে ব্ল্যাক মুন বা কালো চাঁদ দেখা যাবে 30 ডিসেম্বর থেকে । আমেরিকা আজ সোমবার স্থানীয় সময় বিকেল 5টা 27 মিনিটে এই বিরল দৃশ্য দেখা যাবে। ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে থেকে সোমবার বিকেলেই এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন দেখা যাবে। ভারতবাসী 31 ডিসেম্বর ভোর 3টা 57 মিনিট থেকে দেখতে পারবেন ।

আরো পড়ুন: দুটি চালু ওষুধের নকল বাজারে ঘুরছে। এই নিয়ে সতর্কবার্তা কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থার, বিস্তারিত জানুন

চাঁদ কালো কেন ?

অমাবস্যার সময়ে সূর্য ও চাঁদ একই সরলরেখায় চলে আসে। ফলস্বরূপ, চাঁদের আলোকিত অংশ পৃথিবী থেকে দূরে সরে যায় ৷ খালি চোখে চাঁদকে দেখা যায় না । আকাশও কালো দেখায়। যেহেতু চন্দ্রচক্র (পৃথিবীর চারিদিকে চাঁদের একপাক ঘুরতে যে সময় লাগে) গড়ে 29.5 দিনে ৷ কখনও কখনও এই এক মাসের মধ্যে দু’টি পূর্ণিমা পড়ে ৷ তখন দ্বিতীয় পূর্ণিমাকে ব্লু মুন বলা হয়, আর দ্বিতীয় অমাবস্যাকে ব্ল্যাক মুন বলা হয় ।

ব্ল্যাক মুন কি ? ব্ল্যাক মুন – ব্লু মুনের মতোই । তবে, নীল চাঁদ পূর্ণিমার সঙ্গে যুক্ত, অন্যদিকে কালো চাঁদ অমাবস্যার সঙ্গে যুক্ত। ভারতীয় ক্যালেন্ডার অনুসারে, অম্যবস্যার পরের রাতটি শুক্লপক্ষের প্রতিপদ রাত, যা নবচন্দ্র নামেও পরিচিত । ক্যালেন্ডার অনুসারে, যদি এক মাসে চারটি নতুন চাঁদ থাকে তবে তৃতীয় অমাবস্যাকে ব্ল্যাক মুন বলা হয় । অর্থাৎ এক মাসের দ্বিতীয় নতুন চাঁদকে ‘ব্ল্যাক মুন’ বলা হয় । একটি কালো চাঁদের ঘটনা বিরল ৷ 2022 সালের অগস্টে দেখা গিয়েছিল এই ব্ল্যাক মুন ৷ আজকের পর 23 আগস্ট, 2025 এ দৃশ্যমান হবে। এর পরে, এটি 31 আগস্ট, 2027 এ দৃশ্যমান হবে।

 

আরো পড়ুন: শ্বশুরবাড়ি থেকে 12 বছরের নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার!

আরো পড়ুন:– ভয়াবহ ১০ বিপর্যয় যা বিপুল ক্ষতি করেছে এ বছরে, জানুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন