Bangla News Dunia, Pallab : বাংলাদেশকে কড়া ভাষায় সতর্ক করলেন পুরীর শঙ্করাচার্য শ্রী নিশ্চলানন্দজি সরস্বতী মহারাজ। গঙ্গাসাগর মেলায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। ওপার বাংলায় হিন্দুদের উপর লাগাতার অত্যাচারের অভিযোগ প্রসঙ্গে এই আধ্যাত্মিক গুরু কার্যত হুঁশিয়ারির সুরেই বলেন, ‘হিন্দুদের উপর আক্রমণ বন্ধ না হলে এর ভয়ঙ্কর ফল ভোগ করতে হবে।’
আরও পড়ুন:– দেশে ন্যায়তন্ত্র থাকলে সবার আগে মোদি-যোগীকে শাস্তি দেওয়া হত, কেন এই কথা বললেন পুরীর শঙ্করাচার্য ?
দুই ধর্মীয় গোষ্ঠীর মধ্যে হিংসা-হানাহানির মনোভাব নয়, বরং পারস্পারিক সম্মান প্রদর্শন করা উচিত বলেই মনে করছেন পুরীর শঙ্করাচার্য। তিনি বলেন, ‘বাংলাদেশ অসহিষ্ণুতা দেখাচ্ছে। হিন্দুদের উপর যদি আক্রমণ হতে থাকে, যদি ওই দেশ থেকে সংখ্যালঘুদের তাড়ানো হয় তবে এর ফল ওদেরও ভোগ করতে হবে। যেখানে মুসলিমরা সংখ্যালঘু সেখানে তাঁদের সঙ্গে কী হবে ভেবে দেখেছেন?’
দুই দেশের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেন পুরীর শঙ্করাচার্য। বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মায়ানমার আগে ভারতেরই অন্তর্ভূক্ত ছিল, সে কথাও মনে করান তিনি। শ্রী নিশ্চলানন্দজি সরস্বতী মহারাজের কথায়, ‘মুসলিমদের জানা উচিত তাঁদের অনেক বংশধরই আগে হিন্দু ছিলেন এবং পরবর্তীতে ধর্মান্তরিত হন।’’
হিন্দু-সংখ্যালঘুদের ওপর আক্রমণে উদ্বিগ্ন ভারত’, মোদীর স্বাধীনতা দিবসের ভাষণে বাংলাদেশ প্রসঙ্গ
যে হিন্দুরা অত্যাচার সহ্য করেও রুখে দাঁড়িয়েছেন, তাঁদের সাধুবাদ জানান শ্রী নিশ্চলানন্দজি সরস্বতী মহারাজ। সম্মান এবং সৌভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। মুসলিমদের কাছে আর্জি রেখেছেন, হিন্দু-বিদ্বেষ বন্ধ করার। নয়তো ফল ভুগতে হবে বলেও সতর্ক করেছেন তিনি।