Bangla News Dunia, দীনেশ : কলকাতা, চেন্নাই, ভেলোর বা বেঙ্গালুরু নয়। বাংলাদেশের রোগীদের চিকিৎসার জন্য এবার চিনের কুনমিংকে পাখির চোখ করেছে ড. মুহাম্মদ ইউনূসের সরকার। মঙ্গলবার পাঁচদিনের চিন সফরে গিয়েছেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। সেখানে গিয়ে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে দেখা করে কুনমিংয়ের হাসপাতালগুলিতে বাংলাদেশের রোগীদের চিকিৎসার বন্দোবস্ত করার আর্জি জানিয়েছেন তিনি। চিন ওই আর্জিতে সাড়া দিলে বাংলাদেশিদের স্বাস্থ্যোদ্ধারে কলকাতা, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, ভেলোরের বিকল্প হিসেবে কুনমিং প্রথম পছন্দ হয়ে উঠতে পারে।
আরো পড়ুন :- স্টেট ব্যাঙ্ক সবার অ্যাকাউন্ট থেকে ২৩৬ টাকা কেটে নিচ্ছে, জানুন কেন কাটা হচ্ছে এই টাকা ?
৫ অগাস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশিদের মেডিকেল ভিসা দেওয়া নিয়ে কড়াকড়ি শুরু করে ভারত। তার আগে খুব সহজেই বাংলাদেশি রোগী এবং তাঁর পরিজনরা ভারতে আসার ভিসা পেতেন। কলকাতার ইএম বাইপাস লাগোয়া একাধিক বেসরকারি হাসপাতালে বাংলাদেশি রোগীদের ভিড় লেগেই থাকত। একই ছবি দেখা যেত চেন্নাই, ভেলোরেও। শুধু হাসপাতালগুলিই নয়, বাংলাদেশি নাগরিকদের ভিড় সামলাতে ওই হাসপাতাল লাগোয়া সস্তার লজ, খাবারের দোকানগুলির ব্যবসাও রমরমিয়ে চলত। কিন্তু বাংলাদেশে পালাবদলের পর কলকাতার ছবিটা অনেকটাই বদলে গিয়েছে।
আরো পড়ুন :- ঝাঁ চকচকে সেলুনে ঢুকে পড়লো একটা গরু, তারপর যা ঘটলো জানলে মজা পাবেন আপনি
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ক্রমাগত ভারত-বিদ্বেষের জেরে মেডিকেল ভিসা প্রায় বন্ধ। স্বাস্থ্য পরিস্থিতি সংকটজনক হলে তবেই মেলে ভিসা। এই পরিস্থিতিতে ভারতের বদলে চিনের ইউনান প্রদেশের কুনমিং শহর বাংলাদেশিদের স্বাস্থ্যোদ্ধারে কতটা সহায়ক হবে তা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। তথ্যাভিজ্ঞ মহলের দাবি, আকাশপথে ঢাকা থেকে কুনমিং যেতে সময় লাগে মাত্র ২ ঘণ্টা ২০ মিনিট। কিন্তু ঢাকা থেকে চেন্নাই যেতে সময় লাগে ২ ঘণ্টা ৫০ মিনিট। তবে এই যুক্তি মানতে নারাজ কলকাতার চিকিৎসকদের একাংশ। চিকিৎসক অভিজিৎ চৌধুরী বলেন, ‘বাংলাদেশিদের চিকিত্সার জন্য কলকাতা সবথেকে সুবিধাজনক শহর। কারণ, বাংলাদেশের সঙ্গে এখানকার ভাষা, খাদ্যাভ্যাস, সংস্কৃতির মিল রয়েছে। তাছাডা দীর্ঘদিন ধরে চিকিত্সা করাতে আসায় কলকাতা অনেকটাই চেনা পরিচিত বাংলাদেশিদের কাছে। কিন্তু এই সুবিধাগুলি কুনমিংয়ে পাওয়া যাবে না।’ আর এক চিকিৎসক গৌতম খাস্তগির মনে করেন, কুনমিং কিছুতেই কলকাতার বিকল্প হতে পারবে না। কিন্তু আত্মশ্লাঘা দিয়ে যে বাংলাদেশিদের ফেরানো সম্ভব নয়, সেটা কলকাতার চিকিৎসক মহল ভালোভাবেই জানে। শুধু চিন নয়, বাংলাদেশের নিম্ন ও মধ্যবিত্তদের জন্য থাইল্যান্ড ও মালয়েশিয়ার হাসপাতালগুলিকে বেছে নেওয়া হয়েছে।
আরো পড়ুন :- নকল সূর্য বানিয়ে চমকাল চিন
আরো পড়ুন :- ৫,০০০ টাকায় ব্যবসা শুরু করুন, মাসে আয় ৫০,০০০ টাকা ! দেখুন স্বল্প বিনিয়োগের ৫টি ব্যবসা