Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কেরিয়ারে আবার ধাক্কা বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের। টেস্ট এবং টি২০ থেকে অবসর ঘোষণা করেছিলেন আগেই। আইপিএলেও পাননি কোনও দল। সবশেষে প্রায় ১৩ বছর পর গিয়েছিলেন কাউন্টি ক্রিকেট খেলতে, কিন্তু তাতেও এ বার সমস্যা। নিয়মবিরুদ্ধ বোলিং অ্যাকশনের জন্য সাকিবকে সাসপেন্ড করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। তাঁদের পরিচালিত কোনও প্রতিযোগিতাতেই আর অংশ নিতে পারবেন না সাকিব।
২০১০-১১ মরশুমে সারের হয়ে শেষ কাউন্টি ক্রিকেট খেলেন সাকিব। চলতি বছরে সমারসেটের কাছে সেপ্টেম্বর মাসে হেরে যায় সারে। এর পরেই প্রশ্নের মুখে পড়ে সাকিবের বোলিং অ্যাকশন। একটি বিবৃতিতে ইসিবির পক্ষ থেকে বলা হয়, ‘বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে তার বোলিং অ্যাকশনের স্বাধীন মূল্যায়নের পর ইসিবি পরিচালিত যেকোনও প্রতিযোগিতায় বোলিং থেকে সাসপেন্ড করা হয়েছে। সেপ্টেম্বরে সমারসেটের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার সময় আম্পায়াররা সাকিবের অ্যাকশন নিয়ে অভিযোগ করেন।’
আরো পড়ুন:- নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের 19টি বিষয়ে পাঠক্রম বদল, কোন কোন বিষয়? জেনে রাখুন
১০ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে তাঁর এই সাসপেনশন। এই বিবৃতিতে আরও জানান হয়, ‘এই মাসের শুরুতে লফবোরো ইউনিভার্সিটিতে স্বাধীন মূল্যায়নে জানা গিয়েছে সাকিবের বোলিং অ্যাকশনে কনুইয়ের প্রসারণ ১৫ ডিগ্রির মাপকাঠি অতিক্রম করেছে, যা নিয়মবিরুদ্ধ।’
সাসপেনশন বাতিল করার জন্য, সাকিবকে তার অ্যাকশনের একটি স্বাধীন পুনর্মূল্যায়ন পাস করতে হবে। রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য এবং বাংলাদেশে না ফেরার সিদ্ধান্তের জন্য তাঁর বিরুদ্ধে ক্ষোভ জমা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি অক্টোবরের পর। সবমিলিয়ে বেশ মাঠ এবং মাঠের বাইরে বেশ বিপাকে সাকিব।
আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024