Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাংলাদেশের একের পর এক জেলায় হিংসা ছড়াচ্ছে। এক হিন্দু যুবকের সোশ্যাল মিডিয়ায় কমেন্ট ঘিরে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মংলারগাও গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ২ ডিসেম্বর মঙ্গলবার রাতে কট্টনপন্থীরা অভিযুক্ত আকাশের বাড়িতে জড়ো হয়। সেখানে চলে বিক্ষোভ। পরে গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও হামলা চালানো হয়। সেই থেকে গ্রামের অধিকাংশ হিন্দু বাড়ি ফাঁকা। লোকজন ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন। খবর পেয়ে গভীর রাতে সেনাবাহিনী পৌঁছয়।
আরো পড়ুন:– কবে আসবে আপনার মৃত্যু? বলে দিচ্ছে এআই-চালিত ‘ডেথ ক্লক’। কিভাবে? জানলে অবাক হবেন
আরো পড়ুন:– সস্তা স্যামসাঙ স্মার্টফোন পাওয়া যাচ্ছে মাত্র 6499 টাকার বিনিময়ে, পাওয়া যাবে 50MP Camera এবং 5000mAh Battery
প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাস ফেসবুকে একজনের পোস্টে গিয়ে ধর্মকে অবমাননা করে কমেন্ট করেন বলে অভিযোগ। আকাশের করা মন্তব্যকে কেন্দ্র করে মংলারগাঁওতে উত্তেজনা ছড়িয়ে পড়েটে। এই ইস্যুতে, মুসলিম সম্প্রদায়ের কট্টরপন্থী সদস্যরা প্রতিবাদ করতে জড়ো হয় এবং অভিযুক্ত আকাশের বাড়ির দিকে রওনা হয়। পরে তারা গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও হামলা চালায়। হিন্দু বাড়ির লোকজনরা ভয়ে ধানখেতে লুকিয়ে পড়েন। শতাধিক হিন্দু বাড়িতে ভাঙচুর করা হয়েছে। অন্তত ২০টি মন্দিরেও ভাঙচুর করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ওসি মহম্মদ জাহিদুল হক জানান, ফেসবুকে মন্তব্যের পর উত্তেজনা বেড়ে যায় এবং যুবককে আটক করা হয়। তা সত্ত্বেও এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে। বিক্ষুব্ধ মুসলিম জনতাকে শান্ত করতে পুলিশ কাজ করছে। পুলিশ ও সেনাবাহিনী উভয়ই উপস্থিত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।