Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দোকানে মহিলারা আসতে পারবেন না। তাদের কাছে কোনও জিনিস বিক্রি করাও যাবে না। মহিলারা বাজারে এলে তাঁদের ফিরিয়ে দিতে হবে। সেই সঙ্গেই দোকানের সামনে রাখতে হবে পর্দা এবং সেটা নমাজের সময় নামিয়ে দিতে হবে। নমাজের সময়ে কোনও দোকানেই বেচাকেনা করা চলবে না। এ বার এই ফতোয়া জারি করা হয়েছে বাংলাদেশে।
এই রকম একটি ভিডিয়ো ফেসবুকে শেয়ার করে এর সমালোচনা করলেন লেখিকা তসলিমা নাসরিন। তাঁর দাবি, বাংলাদেশকে ‘জিহাদিস্তানে’ পরিণত করার চেষ্টা করা হচ্ছে। এই লক্ষ্যে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে বলেও দাবি করেছেন এই লেখিকা।
মঙ্গলবার রাতেই একটি ভিডিয়ো ফেসবুকে শেয়ার করেছেন তসলিমা। তাতে দেখা গিয়েছে, কয়েকজন মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তি বাজার এলাকায় মাইকিং করছেন। যদিও কোন বাজারের এই মাইকিং করা হয়েছে তার উল্লেখ করা হয়নি। সেখানেই বাজারে দোকান চালু রাখতে হলে কী কী নিয়ম মানতে হবে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, দোকানদাররা মহিলাদের কাছে কিছু বিক্রি করতে পারবেন না।
কোনও মহিলা বাজারে এলে তাদের ‘সুন্দরভাবে বুঝিয়ে’ ফিরিয়ে দিতে হবে। ‘দিন-ই-মাহফিলের’ পরিবেশ বজায় রাখার জন্যই তা করা হবে বলেও তাদের ওই ঘোষণায় জানানো হয়েছে। দেড় মিনিটের এই ভিডিয়ো ফেসবুকে দিয়ে, তসলিমা লিখেছেন, ‘জিহাদিস্তানের জিহাদি কার্যক্রম তো অনেক আগেই শুরু হয়ে গিয়েছে’ (বানান অপরিবর্তিত)।
উল্লেখ্য, মঙ্গলবার চট্টগ্রাম আদালতে আবার তোলা হয়েছিল চিন্ময়কৃষ্ণ দাসকে। কিন্তু তাঁর হয়ে সওয়াল করার জন্য কোনও আইনজীবীকে আসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এখনও তাঁকে জেলেই থাকতে হবে। আগামী ৩ জানুয়ারি তাঁর জামিনের বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছে আদালত। এই নিয়েও সুর চড়িয়েছেন তসলিমা। তাঁর দাবি, চিন্ময়ের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেগুলির সবই মিথ্যা।
তসলিমার অভিযোগ, চিন্ময়কে জেলে রাখা এবং তাঁর মানবাধিকার লঙ্ঘন করার উদ্দেশ্য হল বাংলাদেশে ‘হিন্দু জাগরণকে নস্যাৎ করা’। এই লেখিকার দাবি, বাংলাদেশকে হিন্দুশূন্য করে জিহাদিস্তানে পরিণত করতে চাইছে জিহাদিরা। এই লক্ষ্য নিয়ে তারা কাজ করছে।
আরো পড়ুন:– কবে আসবে আপনার মৃত্যু? বলে দিচ্ছে এআই-চালিত ‘ডেথ ক্লক’। কিভাবে? জানলে অবাক হবেন
আরো পড়ুন:– সস্তা স্যামসাঙ স্মার্টফোন পাওয়া যাচ্ছে মাত্র 6499 টাকার বিনিময়ে, পাওয়া যাবে 50MP Camera এবং 5000mAh Battery