বাংলাদেশে সংখ্যালঘুদের উপর 88টি হিংসার ঘটনা, অবশেষে স্বীকার ইউনুস সরকারের

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

modi and bangladesh

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা ! শেখ হাসিনা সরকারের পতনের পর একাধিকবার এমন অভিযোগ উঠেছে সেদেশের অন্তর্বর্তী মহম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে ৷ মঙ্গলবার বাংলাদেশ সরকারের প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, অগস্ট থেকে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর 88টি হিংসার ঘটনা ঘটেছে ৷ আর হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত 70 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

বাংলাদেশে অশান্তির আঁচ ছড়িয়েছে ভারতে ৷ দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে টানাপোড়েনও শুরু হয় ৷ এই আবহে সোমবার ঢাকা সফরে গিয়েছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি ৷ সেদেশের কূটনীতিক ও বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করেন তিনি ৷ একদিনের সফরে বাংলাদেশে সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে দেখাও করেন তিনি ৷ উচ্চপর্যায়ের এই বৈঠকে সে দেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিক্রম মিস্রি ৷ যদিও বৈঠকের পর হিন্দু-সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার খবরকে ‘বিভ্রান্তিকর ও ভুয়ো তথ্য’ বলে উল্লেখ করেছিল বাংলাদেশ বিদেশমন্ত্রক ৷ কিন্তু একদিনের মধ্যে ইউ-টার্ন করে ইউনুস সরকার ৷ মঙ্গলবার রাতেই সে দেশে সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনার কথা স্বীকার করে নেয় অন্তর্বর্তী সরকার ৷

আরো পড়ুন:- চাপে পড়ে নতিস্বীকার, সব ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক ইউনূসের, জানতে পড়ুন বিস্তারিত

 

প্রেসসচিব শফিকুল আলম জানান, 5 অগস্ট থেকে 22 অক্টোবর পর্যন্ত সংখ্যালঘু বিশেষত হিন্দুদের উপর 88টি হিংসার ঘটনা সামনে এসেছে ৷ তিনি বলেন, “তবে এই সংখ্যা আরও বাড়তে পারে ৷ কারণ, সম্প্রতি গাজিপুর-সহ কয়েকটি এলাকায় হিংসার ঘটনা সামনে এসেছে ৷” তিনি আরও জানান, আওয়ামী লীগের বেশ কয়েকজন সদস্যের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে ৷ তবে কয়েকটি ঘটনা ছাড়া, ধর্মের কারণে এদেশে হিন্দুরা আক্রান্ত হয়নি ৷

তিনি আরও বলেন, “কেবলমাত্র ধর্মের জন্য নয় ৷ পূর্ব ক্ষমতাসীন দলের প্রাক্তন সদস্য কিংবা ব্যক্তিগত কারণের জন্য বেশ কয়েকজন হিন্দুর উপর হিংসার ঘটনা ঘটেছে ৷ তবে হিংসার ঘটনা ঘটেছে ৷ পুলিশ প্রশাসনের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷” খুব শীঘ্রই ঘটনার সমস্ত তথ্য প্রকাশ্যে আনা হবেও বলে জানান শফিকুল আলম ৷

আরো পড়ুন:- ব্রেন তীক্ষ্ণ রাখতে চান? এই ব্যায়ামগুলিতে স্মৃতিশক্তি প্রখর থাকবে- বুদ্ধি বাড়বে মস্তিষ্কের

গত 5 অগস্ট দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ ভারতে আশ্রয় নেন তিনি ৷ এরপর গত 8 অগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বে সেদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় ৷ তারপর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর একের পর এক অত্যাচারের ঘটনা সামনে আসতে থাকে ৷ হিন্দু মন্দিরে আগুন জ্বালিয়ে দেওয়া, হিন্দুদের বাড়ি ভাঙচুর প্রভৃতি একাধিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লি ৷ গত 25 নভেম্বর ঢাকায় সনাতনী নেতা প্রভু চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর দু’দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় ৷ তবে দু’দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি জানান ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় ৷

আরো পড়ুন:- ১২ হাজারেরও বেশি শূন্যপদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করছে রাজ্য সরকার! রইলো বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন