Bangla News Dunia , Pallab : চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে ফের উত্তপ্ত বাংলাদেশ। পদ্মাপারের দেশে হিন্দু-সহ সংখ্যালঘুরা হামলার শিকার হয়েছেন। সেদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে ইউনূস প্রশাসনকে বারবার বার্তা পাঠিয়েছে ভারত। বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ১০ ডিসেম্বর তিনি ঢাকা যেতে পারেন।
আরো পড়ুন:– বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনও পার্থক্য নেই, মেহবুবা মুফতির মন্তব্যে বিতর্ক তুঙ্গে
ভারতের তরফে সরকারিভাবে এই নিয়ে এখনও কোনও ঘোষণা হয়নি। তবে বিক্রম মিশ্রির বাংলাদেশ সফরের কথা জানিয়েছেন ইউনূস প্রশাসনের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, “বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে বাংলাদেশে আসবেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি।”
বাংলাদেশে হিন্দুদের উপর হামলা এবং চিন্ময় দাসের গ্রেফতারি নিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে ইউনূস প্রশাসনকে বারবার বার্তা দিচ্ছে ভারত #Short News