বাংলাদেশ থেকে ঢুকছে জঙ্গি ! সীমান্তবর্তী এলাকায় প্রশংসনীয় পদক্ষেপ নিলো প্রশাসন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত ৷ এই পরিস্থিতির সুযোগে ভারতে ক্রমশ জাল বিস্তার করছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলি ৷ দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ঘাঁটি গেড়েছে তারা ৷ এই আবহে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ করল প্রশাসন ৷ ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নিল উত্তর 24 পরগনার পেট্রাপোল থানার ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত ৷

পঞ্চায়েতের তরফে এলাকার গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে মোট 50টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে । পেট্রাপোল থানা, রাজ্য সরকার ও স্থানীয় পঞ্চায়েত যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে ৷ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যৌথভাবে তারা পরিস্থিতির উপর নজর রাখবে বলে জানা গিয়েছে ৷

প্রতিবেশী বাংলাদেশের অশান্ত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সকলে । ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আগের থেকে বাড়ানো হয়েছে । সীমান্তবর্তী এলাকাগুলিতে দিবারাত্রি কড়া নজরদারি চালাচ্ছেন বিএসএফ জওয়ানরা । বাংলাদেশ থেকে ওঠা ভারত বিরোধী স্লোগান এবং বাংলায় জঙ্গি সন্দেহে একের পর এক গ্রেফতারের ঘটনায় উদ্বেগের আগুনে যেন ঘি ঢেলে দিয়েছে ৷ ফলে, এলাকাবাসীর সুরক্ষার স্বার্থে বাড়তি সতর্কতা অবলম্বন করছে প্রশাসন ৷

আরো পড়ুন:– রাজ্যের প্রাথমিক শিক্ষায় আসছে আমূল বদল, সিলেবাস-পরীক্ষা পদ্ধতিতে কী কী পরিবর্তন হবে? জেনে নিন

সীমান্ত এলাকায় বিএসএফের নজরদারির পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লাগাতার নাকা চেকিং চলছে । বাড়ানো হয়েছে টহলদারি । বনগাঁ পুলিশ জেলার ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ এলাকা বাংলাদেশ সীমান্তবর্তী । এই পঞ্চায়েতের মধ্যে রয়েছে এশিয়ার বৃহত্তর স্থলবন্দর পেট্রাপোল বন্দর । বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতিতে সীমান্ত এলাকা দিয়ে কোনও দুষ্কৃতী বা জঙ্গি ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করতে না পারে, সেই বিষয়টি নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে ৷ ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান উমা ঘোষ বলেন, “বাংলাদেশে অশান্ত পরিস্থিতি । এই আবহে বাংলাদেশি অনুপ্রবেশ আটকাতে বিশেষ এই ব্যবস্থা ৷ এলাকায় 24 ঘণ্টা কড়া নজরদারি চালাবে এই ক্যামেরা ৷”

পঞ্চায়েতের এই উদ্যোগে খুশি সীমান্ত পারের বাসিন্দারা ৷ তাঁদের কথায়, “বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে জঙ্গিদের ভারতের প্রবেশের আশঙ্কা বাড়ছে ৷ এই সময় সীমান্ত এলাকায় বাড়তি নজরদারির বিশেষ প্রয়োজন । দেশের নাগরিকদের সুরক্ষার কথা ভেবে ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত যে উদ্যোগ নিয়েছে, সত্যিই তা প্রশংসনীয় ।”

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন