বাংলাদেশ নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে কী কথা? মুখ খুললেন জয়শঙ্কর

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

jayshankar

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই মার্কিন প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই বৈঠকেই উঠে এসেছে বাংলাদেশের প্রসঙ্গ। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ়-এর সঙ্গে ওই বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন জয়শঙ্কর। যদিও মার্কিন প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বাংলাদেশ নিয়ে কী কথা হয়েছে তা জানাননি ভারতের বিদেশমন্ত্রী।

দ্বিতীয় বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর শপথ গ্রহণে ভারতের প্রতিনিধি হিসাবে গিয়েছেন জয়শঙ্কর। ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে একেবারে প্রথম সারিতেই ছিলেন তিনি।

চার দিনের আমেরিকা সফরে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি তাঁর প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গেও বৈঠক করছেন ভারতের বিদেশমন্ত্রী। মার্কো রুবিও এবং মাইক ওয়ালজ়-এর সঙ্গে ওই বৈঠকে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গও।

বুধবার, সাংবাদিক সম্মেলনেও এই বৈঠকের কথা জানান জয়শঙ্কর। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তাঁদের মধ্যে কোনও কথা হয়েছে কি না তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল ভারতের বিদেশমন্ত্রীকে। সেখানে তিনি বলেন, ‘আমাদের মধ্যে বাংলাদেশ নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। এর বেশি এবং বিস্তারিত কিছু বলা আমার মনে হয় ঠিক হবে না।’

শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচার চলছে বলে অভিযোগ। এ নিয়ে আগেই বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। গত বছর নির্বাচনী প্রচারের সময়েই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ট্রাম্প। তিনি ক্ষমতায় থাকলে সেই পরিস্থিতি হতো না বলেও মন্তব্য করেছিলেন ট্রাম্প।

বাংলাদেশের সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি তুলে দেওয়ার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। অন্য দিকে, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হলেও পাকিস্তান এবং চিনের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চাইছে ইউনূসের সরকার।

সূত্রের খবর, এখন থেকেই চিনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চাইছে ট্রাম্পের প্রশাসন। রুবিও এবং জয়শঙ্করের বৈঠকে একাধিক কূটনৈতিক ইস্যুর পাশাপাশি চিনা আগ্রাসন রুখতে জোট বেঁধে কাজ করার ব্যাপারেও কথা হয়েছে। ওই বৈঠকের পরেই মার্কো রুবিওর সঙ্গে ভারতের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে একটি ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জয়শঙ্কর।

আরও পড়ুন:– কপিল শর্মা, রাজপাল যাদব-সহ ৪ তারকাকে প্রাণে মারার হুমকি, পাকিস্তান থেকে ই-মেল

আরও পড়ুন:– লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ এই দুই IT কোম্পানির, কেন এক লাফে এতটা বাড়ল শেয়ার দর ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন