Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় ভারত, এই বার্তা একাধিকবার দেওয়া হয়েছিল দিল্লির তরফে। কিন্তু সূত্রের খবর, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর ৪ সদস্য একটি দল ঢাকায় গিয়েছে। যা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে সাউথ ব্লকের। এই পরিস্থিতিতে শুক্রবার উল্লেখযোগ্য মন্তব্য করলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি জানান, ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলির পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। বিশেষ করে যে সমস্ত গতিবিধি ভারতের সুরক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত সেগুলির উপরে আরও বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলেও বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়।
আরও পড়ুন:– পুনেতে বিরল রোগের প্রাদুর্ভাব, আক্রান্ত ৭৩ জন, কী এই GB সিনড্রোম?
পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর ডিরেক্টর জেনারেল অফ অ্যানালিসিস মেজর জেনারেল শাহিদ আমির আফসার এবং সংস্থার উচ্চ পদস্থ কর্তারা এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন বলে সূত্রের খবর। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সামরিক সম্পর্ক, কাঁটাতার বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল এই মন্তব্য করেন। তিনি কোনও দেশের নাম নেননি। তবে তিনি বুঝিয়ে দেন প্রতিবেশী দেশের পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে পদক্ষেপ করা হবে।
তবে বাংলাদেশের সঙ্গে দিল্লি যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে, সেই বার্তাও দিয়েছে বিদেশ মন্ত্রক। রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা গণতান্ত্রিক, প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করি। ভারত এবং বাংলাদেশের মানুষের উন্নতির স্বার্থে আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে তাই।’ উল্লেখ্য, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ার চেষ্টা করছে, তা কার্যত স্পষ্ট বলেই দাবি রাজনৈতিক মহলের। যদিও সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দাবি করেছেন, ‘ভারত এবং বাংলাদেশের সম্পর্ক শক্তিশালী হওয়া উচিত।’
আরও পড়ুন:– বড় খবর! কলকাতা হাইকোর্টের নির্দেশে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ হতে চলেছে রাজ্যে
আরও পড়ুন:– রাজ্যের অ্যাথলিটদের জন্য ‘কল্পতরু’ মমতা, বিস্তারিত জানুন