বাংলাদেশ সীমান্তে ‘ফাঁক’ গলেই চলছে পারাপার, কী বললেন BSF-এর ডিজি?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারত-বাংলাদেশের মধ্যে ২২১৭ কিমি সীমান্ত এলাকা, যার মধ্যে ১৮৪৯ কিলোমিটার স্থল সীমান্ত এলাকা। এর মধ্যে ৮০০ কিলোমিটার এলাকায় কোনও কাঁটাতার নেই। উত্তরে যে সমস্ত এলাকায় ফেন্সিং নেই, সেই এলাকাগুলোকে চিহ্নিত করে ফেন্সিংয়ের কাজ শুরু হয়েছে। বুধবার শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন BSF-এর ডিজি দলজিৎ সিং চৌধুরি।

বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে ফুলবাড়ি সীমান্তে বিজিবি আধিকারিকদের পাশে বসিয়ে সীমান্ত রক্ষায় কঠোর হওয়ার বার্তা দিলেন বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরি। উত্তরবঙ্গ ফ্রন্ট এর বিভিন্ন বিওবি পরিদর্শনের পর ফুলবাড়ি সীমান্তে ভারত-বাংলাদেশের ‘রিট্রিট’-এ ছিলেন বিএসএফের ডিজি।

তিনি বলেন, ‘ভারত বাংলাদেশ সীমান্তে প্রত্যেকটি এলাকাতেই বিজিবির পূর্ণ সহযোগিতা পাওয়া যাচ্ছে। আমি উত্তরবঙ্গের সমস্ত এলাকা ঘুরে দেখলাম। সীমান্ত সুরক্ষায় কোনও খামতি নেই। দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনী সীমান্তের সুরক্ষায় কড়া নজর রাখছে।

আরো পড়ুন:– পৃথিবী গোলাকার নয়, প্রমাণ করতে গিয়ে ৩১ লক্ষ টাকা খোয়ালেন ইউটিউবার, কিভাবে ? জানুন

গত অগস্ট মাসের পর থেকে বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের দক্ষিণ দিনাজপুরের হিলি, ফুলবাড়ি এবং ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে অনুপ্রবেশ অনেকটাই বেড়ে গিয়েছে। বিএসএফের দেওয়া তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত ১৯৪ জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সবথেকে বেশি ফুলবাড়ি, ঠাকুরগাঁও হয়েই অনুপ্রবেশ হয়েছে। তাই নিরাপত্তা বাড়াতে এই সীমান্তগুলিতে ইতিমধ্যে নিরাপত্তা বাড়িয়েছে বিএসএফ।

বিএসএফ সূত্রে খবর, কোথায় কত রক্ষী রয়েছে? কতোটা এলাকা কাঁটাতার নেই, সেটা চিহ্নিত করা হচ্ছে। যে এলাকায় বেশি অনুপ্রবেশ ঘটে, সেই এলাকাগুলিতে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সঙ্গে বাড়তি সংযোগ রাখা হচ্ছে কিনা সেই সমস্ত বিষয়ে খোঁজখবর নেন বিএসএফের ডিজি। ফাঁসিদেওয়ার বিস্তীর্ণ এলাকায় এখনও সীমান্তে কাঁটাতার নেই। ওই এলাকাগুলিদের দ্রুত কাঁটাতার নির্দেশ দেন তিনি।

আরো পড়ুন:– ভারতীয় অর্থনীতি, ব্যবসা, শিল্পোদ্যোগের জন্য কেমন ছিল 2024 ? বিস্তারিত জানুন

আরো পড়ুন:– কলকাতার বসু বিজ্ঞান মন্দিরে অনন্য গবেষণা, বিশ্বকে তাক লাগিয়ে দিলেন বাঙালি বিজ্ঞানীরা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন