বাংলাদেশ সীমান্তে মিলল তিনটি লোহার বাঙ্কার ! চমকে গেল বিএসএফ

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  প্রজাতন্ত্র দিবসের আগে বড়সড় সাফল্য বিএসএফের । ভারত-বাংলাদেশ সীমান্তে বাগানের ভিতর মাটি খুঁড়ে উদ্ধার হল তিনটি লোহার বাঙ্কার । বাঙ্কারের ভিতর ছিল লক্ষ লক্ষ টাকার নিষিদ্ধ কাফ সিরাপ । সেগুলি উদ্ধার করে নিয়ে যান বিএসএফের জওয়ানরা । ঘটনাটি ঘটেছে শুক্রবার নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ায় ৷

বিএসএফ সূত্রে খবর, সীমান্তরক্ষী বাহিনীর কাছে খবর ছিল যে একটি বাগানের মাটির নীচে কয়েকটি লোহার বাঙ্কার রয়েছে । সেই খবর পেয়ে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বিএসএফ । সেই সময় নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া সুধিররঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের সামনের একটি বাগানে ভিতর মাটির তলা থেকে উদ্ধার করা হয় লোহার তিনটি বাঙ্কার । বাঙ্কার খুলতেই বিএসএফের চক্ষু চড়কগাছ ! বাঙ্কারের মধ্যে রাখা রয়েছে লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ।

আরও পড়ুন:– ভরসা কমছে মিউচুয়াল ফান্ডে ! ডিসেম্বরে বন্ধ হয়েছে 45 লক্ষ SIP অ্যাকাউন্ট, রইলো বিস্তারিত

বিএসএফ জওয়ানদের দাবি, এই কাফ সিরাপগুলি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে জোগাড় করেছিল ৷ কিন্তু, প্রজাতন্ত্র দিবসের আগে ও বর্তমান বাংলাদেশ পরিস্থিতিতে সীমান্তে নজরদারি বেড়েছে ৷ এর ফলে এগুলি পাচার করতে না পেরে মাটির তলায় বাঙ্কারে ভরে মাটিতে পুঁতে রেখেছিল বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের । বিএসএফের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । তবে এ বিষয়ে বিএসএফ ও পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । কিন্তু, বিএসএফের তরফে আরও বাঙ্কারের খোঁজে শনিবারও নদিয়ার বিভিন্ন জায়গায় অভিযান জারি রয়েছে ৷ এই বাঙ্কারের মধ্যে দিয়ে মাটির তলায় কোনও সুরঙ্গ-পথ লুকনো রয়েছে কিনা, তা-ও দেখছেন তদন্তকারীরা ৷

গতকালের এই বাঙ্কারগুলি উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে । আতঙ্কিত এলাকাবাসীরা ৷ তবে ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি ৷ এলাকাবাসী সাধনা বিশ্বাস বলেন, “গ্রাম থেকে বাঙ্কার উদ্ধারে আমরা খুব আতঙ্কিত রয়েছি ৷ সীমান্তের গায়ে আমাদের বাড়ি ৷ তবে বিএসএফকে সাধুবাদ জানাবো তারা বাঙ্কার ও নিষিদ্ধ কাফ সিরাপগুলিকে সফলভাবে উদ্ধার করেছে ৷”

আরও পড়ুন:– ৫০,০০০ টাকা বেতনে রাজ্যের বিদ্যুৎ দপ্তরে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন