Bangla News Dunia, Pallab : প্রতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত বাণিজ্য শিল্প সম্মেলনে রাজ্যে শিল্প গড়ে তুলতে আহ্বান জানান শিল্পপতিদের। এবং প্রতি বছর সেই সম্মেলনে হাজির হন একাধিক শিল্পপতি মানুষ। চলতি বছরেও এই সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ৫ এবং ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। তাই শেষ মুহূর্তে চলছে জোর কদমে প্রস্তুতি। কিন্তু এই আবহে এবার বাংলায় রঙের কারখানা খুলছে না বলে স্পষ্ট ইঙ্গিত দিল জেএসডব্লিউ পেন্টস।
আরও পড়ুন:– উচ্চ বেতনে কলকাতা হাই কোর্টে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন
বাংলায় রং-র কারখানা গড়ে ওঠা নিয়ে বিতর্ক
সূত্রের খবর, গতকাল অর্থাৎ শুক্রবার, রং শিল্পের সংগঠন ইন্ডিয়ান পেন্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকে এক সভার আয়োজন করা হয়েছিল। আর সেই সভায় উপস্থিত ছিলেন জেএসডব্লিউ পেন্টস সংস্থার সিইও সুন্দরেশন এ এস। তিনি এদিন সভা শেষে জানান, ‘দু’তিন বছর ধরে দেশে রঙের চাহিদা অনেকটাই ঝিমিয়ে রয়েছে। তাই এখনই বিনিয়োগ নয়। পরিস্থিতিতে নজর রাখা হচ্ছে। যদি অবস্থা লগ্নির অনুকূল হয় তাহলে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।” কিন্তু বাংলায় যে রং এর কারখানা হতে তোলা হবে না তাই নিয়েও খানিকটা আভাস দিলেন তিনি।
কী বলছেন জেএসডব্লিউ পেন্টস এর সিইও সুন্দরেশন?
এদিন সংস্থার সিইও সুন্দরেশন এ এস জানান, “এখন কর্ণাটক ও মহারাষ্ট্রে আমাদের রং কারখানা রয়েছে। এর পরের কারখানা মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে যেকোন একটি জায়গাকে বাছব। তবে কখনওই শালবনিতে কারখানা তৈরি নিয়ে সময়সীমা দিইনি। সবটা পরিস্থিতির উপর নির্ভর করছে। এখন কিছু বলা সম্ভব নয়।’’ এদিকে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে রঙের কারখানা গড়ার কথা বলেছিল জেএসডব্লিউ পেন্টস। এমনকি সেই সময় কর্ণাটক ও মহারাষ্ট্রের পরে সজ্জন জিন্দলের গোষ্ঠীর লগ্নির জন্য এ রাজ্যকে বেছে নেওয়ার কোথাও উঠেছিল। যার ফলে বাড়তি উৎসাহ ছিল। কিন্তু গতকাল সংস্থার সিইও র মন্তব্যের ভিত্তিতে বোঝা যাচ্ছে বাংলা নয় বরং মধ্যপ্রদেশেই তৈরি হবে কারখানা।
যদিও শালবনিতে রং তৈরির কারখানা নিয়ে সংস্থার সিইও সুন্দরেশন বলেন, “২০১৮-১৯ নাগাদ এই ঘোষণার পরে কোভিড আসায় ও দেশে রঙের চাহিদা কম থাকায় রাজ্যের প্রকল্পটি নিয়ে এখন ভাবনাচিন্তা করা হচ্ছে না।” তবে বিশেষজ্ঞদের মতামত যদি জেএসডব্লিউ পেন্টস এখানে রং কারখানা তৈরির পরিকল্পনা থেকে সরে আসে তাহলে বাংলার শিল্পায়নের পথে বিরাট কুপ্রভাব পড়বে।
আরও পড়ুন:– বিচারের ভুলে ২৫ বছর বন্দি থাকার পর সুপ্রিম নির্দেশে মুক্তি, পড়ুন এক নিদারুন কাহিনী
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025