Bangla News Dunia , পল্লব : চলতি মাসেই বঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনই খবর মিলছে সূত্র মারফত। সব ঠিক থাকলে সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী প্রচার শুরু করবেন উত্তরবঙ্গ থেকে। শিলিগুড়িতে তাঁর প্রথম জনসভা হওয়ার কথা। তারপর অন্যত্র কর্মসূচি নির্ধারিত হবে। বিজেপি সূত্রে খবর এমনই।
আরো পড়ুন :- বাংলায় ৭৩৪ কোটির বিনিয়োগ মোদী সরকারের
শিয়রে বাংলার পঞ্চায়েত নির্বাচন। তার আগে প্রচারে জোর দিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। বছরের শুরু থেকেই সেই পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্য গেরুয়া শিবিরের। এই নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। সেই কারণেই একে একে দলের শীর্ষ নেতা জে পি নাড্ডা , অমিত শাহরা বঙ্গে জানুয়ারি থেকেই সফর শুরু করছেন।
আরো পড়ুন :- ডিসেম্বর ছেড়ে এ বার জানুয়ারির-হুমকি শুভেন্দুর !
আগামী সপ্তাহে আসার কথা নাড্ডার। তিনি দু’দিনের জন্য আসছেন রাজ্যে। হুগলির চণ্ডীতলায় তিনি জনসভা করতে পারেন। আগামী ১৭ জানুয়ারি আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। ওইদিন বীরভূমে তাঁর সভা। অমিত শাহ ফিরে যাওয়ার দু দিন পরই বাংলার মাটিতে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরবঙ্গ দিয়ে সফর শুরু করবেন তিনি। শিলিগুড়িতে সভা করতে পারেন তিনি।
উত্তরবঙ্গে গেরুয়া শিবিরের ফল এখনও পর্যন্ত ভাল। দক্ষিণবঙ্গে বরং সংগঠন অনেকটাই নড়বড়ে। তবে প্রধানমন্ত্রী শক্তপোক্ত ভিতের উপর দাঁড়িয়েই প্রচার শুরু করতে চান বঙ্গে। দলীয় সূত্রে খবর, আগামী ২ মাসে মোট ছ’টি জনসভা করার কথা প্রধানমন্ত্রী মোদির।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
আরো পড়ুন :- পাকিস্তানে হামলা চালাল আফগান তালিবান, নিহত ৬, আহত ১৭
আরো পড়ুন :- দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বনিম্ন ! দ্রুত কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ?