বাংলায় ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। কবে, কোথায় বসবে ক্যাম্প ? দেখে নিন

By Bangla news dunia Desk

Published on:

mamata and tmc

 

Bangla News Dunia , দীনেশ : রাজ্যের জনগণদের জন্য একটি সুখবর নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarcar Camp) রাজ্য সরকার দ্বারা আয়োজিত এই ক্যাম্পে আপনি বিপন্ন প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। সাধারণ মানুষদের আরো একবার সুযোগ দিতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে জেলার ব্লকে ব্লকে বসবে দুয়ারে সরকার ক্যাম্প।

Duare Sarcar Camp 2024

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ জনগণের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন, যেগুলোর মাধ্যমে জনসাধারণের অনেক আর্থিক সুরাহা হয়েছে। রাজ্য সরকার দ্বারা সূচনা করা একাধিক প্রকল্পের মধ্যে কন্যাশ্রী, রূপশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও লক্ষ্মীর ভান্ডার এ সমস্ত প্রকল্পগুলি অনেক জনপ্রিয়তা লাভ করেছে। এ সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে পাওয়া আর্থিক অনুদান যেমন রাজ্যের মহিলা, বয়স্ক বৃদ্ধ- বৃদ্ধা দের আর্থিক দিক থেকে অনেকটাই স্বচ্ছলতা এনেছে, ঠিক তেমন কন্যাদায়গ্রস্ত পিতাদের জন্য রুপশ্রী প্রকল্প অনেকটাই প্রশংসনীয় ভূমিকা পালন করে।

আরো পড়ুন :- এগিয়ে আসছে পৃথিবীর শেষ দিন ? কি বলছে বিজ্ঞানীরা

রাজ্যের জনসাধারণের কাছে যাতে এই সমস্ত প্রকল্পের সুবিধা খুব সহজে পৌঁছে দেওয়া যায় এবং সবাই এই সমস্ত প্রকল্পে খুব সহজে আবেদন করতে পারেন তার জন্য প্রত্যেকটি জেলার ব্লকে ব্লকে দুয়ারে সরকার ক্যাম্প সংঘটিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার ব্লকের দুয়ারে সরকারের ক্যাম্পগুলিতে সরকারি আধিকারিকরা প্রত্যেকটি প্রকল্পের আলাদা আলাদা ফর্ম নিয়ে থাকেন।

আরো পড়ুন :- বিশ্বের সুপার পাওয়ারদের তালিকায় ভারতেরও থাকা উচিত : পুতিন

আরো পড়ুন :- মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়ে মাস্টারস্ট্রোক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী !

রাজ্যের জনসাধারণ যে প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক হন সেই প্রকল্পের ফর্মটি তিনি নিতে পারবেন, তবে তার জন্য সেই ব্যক্তিকে কিছু নথিপত্র দেখাতে হয়। ক্যাম্পের মধ্যেই সরকারি আধিকারিকরা আপনাকে ফর্ম ফিলাপ করার জন্য সহযোগিতা করবেন। ফর্ম ফিলাপ হয়ে গেলে আবার সেই দুয়ারে সরকার ক্যাম্পে আপনাকে নথিপত্র ও পূরণ করা ফর্ম জমা করতে হবে। আপনার সমস্ত তথ্য ঠিকঠাক থাকলে নির্দিষ্ট প্রকল্পের তালিকায় নাম সংযুক্ত করা হবে। তারপর থেকেই আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন এবং আপনার ফর্মে উল্লিখিত ব্যাংক একাউন্টে মাসের নির্দিষ্ট সময়ে প্রকল্পের টাকা ঢুকে যাবে।

আগে পৌরসভায় গিয়ে প্রকল্পের জন্য আবেদন করতে হতো, এতে অনেক মানুষের অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। এছাড়া পৌরসভায় অনেক ভিড় জমায়েত হয়ে যাওয়ায় নানা রকম সমস্যা হচ্ছিল তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই আপনার বাড়ির কাছাকাছি ব্লকে আপনি দুয়ারে সরকারের ক্যাম্পের সুবিধা পেয়ে যাচ্ছেন, যার ফলে খুব সহজেই আবেদন করতে পারছেন প্রকল্পগুলোতে।

কবে থেকে বসছে দুয়ারে সরকার ক্যাম্প

দুয়ারে সরকার ক্যাম্প এর আগে গত বছর অনুষ্ঠিত হয়েছিল, আবারও জনগণের সুবিধার্থে নভেম্বর মাসের শেষের দিকে সংগঠিত হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প আপনারা যারা এখনো পর্যন্ত কোনো প্রকল্পের আবেদন করতে পারেননি তাদের আরেকটি সুযোগ করে দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকের এই প্রতিবেদনে দুয়ারে সরকার ক্যাম্প থেকে কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তার একটা তালিকা দিয়ে দেওয়া হল। আপনারা সেই তালিকা থেকে আপনি কোন প্রকল্পের জন্য আবেদন করবেন সেটি নির্বাচন করে রাখুন।

কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন

১) লক্ষীর ভান্ডার
২) খাদ্য সাথী
৩) স্বাস্থ্য সাথী
৪)কন্যাশ্রী
৫) রুপশ্রী
৬)শিক্ষাশ্রী
৭)বিধবা ভাতা
৮)বার্ধক্য ভাতা
৯)কৃষক বন্ধু
১০)সামাজিক সুরক্ষা যোজনা
১১)তপশিলি বন্ধু
১২)জয় জোহার
১৩)স্টুডেন্ট ক্রেডিট কার্ড
১৪)মৎস্যজীবী ক্রেডিট কার্ড
১৫)কিষান ক্রেডিট কার্ড
১৬)প্রতিবন্ধী সার্টিফিকেট
১৭)কাস্ট সার্টিফিকেট
এছাড়াও থাকবে অনেক প্রকল্পে আবেদনের সুবিধা।

জেলার প্রত্যেকটি ব্লকে ব্লকে এই দুয়ারে সরকার ক্যাম্প বসবে, তবে এখনো নির্দিষ্ট কোন তারিখ সরকার থেকে উল্লেখ করা হয়নি। এটুকু জানিয়ে রাখছি নভেম্বরে শেষের দিকে অনুষ্ঠিত হবে দুয়ারে সরকার ক্যাম্প, তাই এখন থেকেই আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনার হাতের নাগালেই রাখুন। রাজ্য সরকার পরবর্তী বিজ্ঞপ্তিতে তারিখ ও ব্লক গুলির নাম উল্লেখ করলে আমরা পরবর্তী প্রতিবেদনে সেই তথ্য তুলে ধরব আপনাদের সামনে। এমন আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন এই পেজে।

আরো পড়ুন :- ঝড়েও হবে না ক্ষতি, সুন্দরবন বাঁচাতে ৪৫০০ হেক্টর জমিতে ম্যানগ্রোভ প্রকল্প, হবে বিপুল কর্মসংস্থান

 

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন