বাংলায় রেল প্রকল্পে ৬৮০০০ কোটি টাকার বিনিয়োগ, প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গে বিপুল অঙ্কের বিনিয়োগ করতে চলেছে রেল। সোমবার সাংবাদিক বৈঠকে এমনই ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বাংলায় রেলের আধুনিকীকরণ এবং রেল পরিকাঠামো বিস্তারের জন্য নরেন্দ্র মোদী সরকার নয়া পদক্ষেপ নিয়েছে বলে দাবি রেলমন্ত্রীর। এই কাজের জন্য কেন্দ্র ১৩,৯৫৫ কোটি টাকা বরাদ্দ করেছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়াও সব মিলিয়ে পশ্চিমবঙ্গে রেলের তরফে মোট ৬৮ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এই পরিকল্পনার মধ্যে পশ্চিমবঙ্গে ‘নমো ভারত ট্রেন’ চালানোর পরিকল্পনাও রয়েছে।

সাংবাদিক বৈঠকে বিনিয়োগের আশ্বাসের সঙ্গে সঙ্গেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও একটি বার্তা রেখেছেন তিনি। রেলের প্রকল্পগুলি সফল করার জন্য জমি অধিগ্রহণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে রাজ্য সরকারের সহায়তা চেয়েছেন রেলমন্ত্রী। রেলের উন্নয়নের জন্য জমি অধিগ্রহণের গুরুত্বের কথাও আলাদা করে উল্লেখ করেছেন রেলমন্ত্রী। এ দিন সাংবাদিক বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ‘পশ্চিমবঙ্গের ১০১টি রেল স্টেশনকে অমৃত স্টেশন প্রকল্পের অধীনে নতুন করে সাজিয়ে তোলা হবে।’ এখন রাজ্যে ৯টি বন্দে ভারত চালু রয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। এর সঙ্গেই গত বছর মালদা থেকে একটি অমৃত ভারত ট্রেন চালু হয়েছে। সেই প্রসঙ্গ টেনে রেলমন্ত্রীর দাবি, এই সমস্ত প্রকল্পগুলি বাংলার দিকে তাকিয়েই করা হয়েছে।

পশ্চিমবঙ্গে রেলের পরিকাঠামো উন্নয়নের কাজ দীর্ঘদিন ধরেই হচ্ছে বলে দাবি রেলমন্ত্রীর। এ বারের বাজেটেও রেলের জন্য বিপুল বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন তিনি। ১০০টি নতুন অমৃত ভারত ট্রেনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বাজেটে। এর সঙ্গেই পশ্চিমবঙ্গের জন্য নমো ভারত ট্রেনও চালু হবে বলে দাবি রেলমন্ত্রীর। তাঁর আরও দাবি, গত ১০ বছরে শুধু পশ্চিমবঙ্গেই ১২৯০ কিলোমিটার রেললাইন পাতা হয়েছে। কলকাতা মেট্রোয় গত ১০ বছরে ৩১ কিলোমিটার লাইন পাতা হয়েছে, সাংবাদিক বৈঠকে দাবি রেলমন্ত্রীর।

আরও পড়ুন:– আরও বড় বিপর্যয়ের অপেক্ষায় কলকাতা? জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:– কোনও অনুশোচনা নেই, চুম্বন বিতর্কে আর কী বললেন উদিত নারায়ণ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন