Bangla News Dunia , অমিত : ফের একবার বন্যা নিয়ে কেন্দ্রকে দুষে উত্তরবঙ্গ রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সামনেই পুজো তার আগে বন্যার জলে ভাসছে রাজ্যের অনেকটা এলাকা। বিশেষত দক্ষিণবঙ্গের কয়েকটা জেলার হাল শোচনীয়। এদিন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এদিন দুপুরে মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রের মদতেই জল ছেড়েছে ডিভিসি। বাংলা ভেসে গেলেও কিছুই যায় আসে না ওদের।
রবিবার বিকেলের মধ্যেই উত্তরবঙ্গে পৌঁছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন সকালেই উত্তরবঙ্গে গিয়েছেন রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary) মনোজ পন্থ। বিকেলে শিলিগুডির কাছে রাজ্য সরকারের শাখা সচিবালয় উত্তরকন্যায় প্রাকৃতিক দুর্যোগ নিয়ে বৈঠক রয়েছে তাঁর। উত্তরবঙ্গের বেশ কিছু এলাকাও টানা বৃষ্টিতে বিপর্যস্ত। পাহাড়ে অনেক জায়গায় ধস নেমেছে। বন্ধ হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে চাইছেন। জানা গেছে, দুর্যোগ বিধ্বস্ত এলাকায় পরিদর্শনে যাওয়ারও কথা রয়েছে তাঁর। এ ব্যাপারে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, দক্ষিণবঙ্গে পুজোর মুখে এই যে বন্যার জন্য দায়ী কেন্দ্র। পরিকল্পিতভাবে বাংলাকে ভাসিয়ে দিল। মানুষ কষ্টে আছে। আমরা যথাসম্ভব সকলের ত্রাণের ব্যবস্থা করেছি।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
#End