Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পের টাকা দেওয়া শুরু করল রাজ্য। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এক্স হ্যান্ডলে এ কথা জানিয়েছেন। মমতা লেখেন, ‘বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা বাংলার ৯ লক্ষ কৃষককে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ৩৫০ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম।’ মুখ্যমন্ত্রী জানান, চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই সব কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এ বার।
বাংলার কৃষকদের ফসলের সুরক্ষায় রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্প চালু করে। খরা, বন্যা বা প্রাকৃতিক কোনও দুর্যোগের কারণে কৃষকদের ফসল নষ্ট হলে তাঁরা ক্ষতির মুখে পড়েন। সেই কারণে রাজ্য সরকার বাংলার শস্য বিমা প্রকল্প চালু করেছে। কৃষকদের ক্ষতির পরিমাণ যাচাই করে সরাসরি তাঁদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়া হয়।
এই বিমায় নিখরচায় ফসলের জন্য বিমা করানো যায়। ভোটার কার্ড, আধার, ব্যাঙ্কের পাসবই এবং জমি সংক্রান্ত নথি জমা দিয়ে এই বিমার জন্য আবেদন করতে হয়।
আরও পড়ুন:– পশ্চিমবঙ্গে নতুন ভোটার তালিকা। এক ক্লিকে PDF Download করে নিন
খরিফ মরশুমে এই বিমার ক্ষেত্রে ব্লক, গ্রামপঞ্চায়েত এলাকায় যেখানে শিলাবৃষ্টি, ভূমিধ্বস, বন্যা, জল জমা-সহ স্থানীয় বিপর্যয়ে ফসলের ক্ষতি হয়েছে বা ফসল কাটার পর খামারে রাখার আগেই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ মেলে।
মমতা এক্স হ্যান্ডলে লেখেন, ‘এটা আমাদের গর্ব যে, ২০১৯ সালে চালু হওবার পর থেকে কেবলমাত্র ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পেই আমাদের সরকার ১ কোটি ১২ লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট ৩ হাজার ৫৬২ কোটি টাকা সহায়তা প্রদান করেছে। আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো।’
আরও পড়ুন:– ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত
আরও পড়ুন:– কলেজে পড়ুয়াদের ৩০ হাজার টাকা স্কলারশিপ দিচ্ছে HDFC ব্যাংক, কিভাবে আবেদন করবেন? দেখে নিন
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025